Sanjay Karmakar
badge icon
Founding Members
  · February 21 at 11:35 PM  ·
বিরহের লেখা,"ঋণ"
.
কবে যে কোথায় হারানো বাঁশুড়ি উঠেছিল যেন গেয়ে
স্মৃতি মাখা রব হাহাকারে প্রাণ গিয়েছিল তায় ধেয়ে।
হাসিতে গাহিতে রম্য কলিতে দুলেছিনু দুই জনা
মরীচিকা মন করে আরাধন শোধিতে সে ঋণ দেনা।
আজিকে রাহিতে স্কন্ধে বাহিত দুর্গম গিরি পথ
পতিবারে হায় কোন সে খাড়িতে; রুধিবারে প্রাণো রথ।
হৃদয়ে বাহিত সে রস মদিরা মৃদঙ্গের ওই বোল
জানি নাই প্রাণ কেনো গো আজিকে, করিতেছে কলরোল।
বিদায় রজনী অন্ত সলিলা ফল্গু সে স্রোত হায়
জনমে জনমে শোধিবারে ঋণ প্রেম সে শীতলা তায়।