এ পি জে আবদুল কালাম তার পুরো নাম
আবুল পাকির জইনুল আবেদিন আবদুল কালাম।
জন্ম তার মাদ্রাজ শহরের দ্বীপশহর রামেশ্বরম।
বাবা জইনুল আবেদিন মাতা আশিয়াম্মা
উদার মহানুভব মহাত্মা ছিল তার করিশ্মা।
তার পিতা ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি
তার পিতা সম্পর্কে তার ছিল এমনই উক্তি।
হিন্দু মুসলমান ছোঁয়াছুত ছিল না তার
বৈভবে তার নিজগৃহে হিন্দু মুসলমান একত্রে করতো আহার।
বড়ো সড়ো পাকা বাড়ি ছিল তাদের চুন সুরকি গাথা
ধর্মপ্রাণ মহান তারা বুঝতেন মানুষের দুঃখ ব্যথা।
বাল্যে তাহার বন্ধু ছিলেন রামনাথ শাস্ত্রী, অরবিন্দন আর শিবপ্রকাশন
তারা হিন্দু হলেও তারাই ছিলেন তার ঘনিষ্ঠ হৃদয় মনন।
বড় হয়ে তিনি হয়ে ওঠেন মস্ত বৈজ্ঞানিক
মিসাইল ম্যান পান তিনি উপাধি আনুষ্ঠানিক।
ভারতের মহান রাষ্ট্রপতি হন তিনি
প্রণাম জানাই এই মহান আত্মাকে তার কাছে
সমস্ত ভারত ঋণী।