(ভোর ছয় টার ট্রেনে পেটের টানে বাহির শহর আলিপুরদুয়ার যেতে হয়েছিল, এক্ষুণি ফিরলাম তাই ছোট্ট একটি প্রকাশ, দু ঘণ্টা এখন সময় দিতে পারবো আসরে)


"রইব না যেই দিন"


রইব না যেই দিন, অবনী নিখিল; কাঁদিবে কি মন শোকে
জড়ায়ে আমারে ভুবন মাঝারে; রাখিবে কি
কেউ বুকে!
বকুল তমালে কুমুদ কুসুমে গাহিবে কি সুর মিহি
সৃষ্টির পানে অমলিন তানে; সৌরভে
গুণ গাহি।
ভঙ্গুর ক্ষণে ভাবিতে পরাণ শূন্য আঁখির কোণে
গাহিবে কি গান বেদনা রহিত, মম
সৃষ্টির বানে।
উদিত উদীচী ভাস্বর জ্যোতি, কুসুমিত আলো প্রভা
দীপ্ত দিশারী রবে কি গগনে; ছড়াতে
তাহার ই বিভা।