Sanjay Karmakar
  · Snrooetspd0fu6gt171hthtmi7hc8l3c037m0f61hah20faa9al51mcau16c  ·


হার জিতে হয় জীবন কাহন মিষ্ট কিবা তিতে
কী আর লবো ধন বা বিষয় আহিত ধরণীতে!!


কালের স্রোতে বৈতরণী টানবে যেদিন যমে
সবই যাবে ভেসেই যাবে রইবো শুধুই নামে।


আজ যে শ্রমের মূল্য লসে সেদিন হবে লাভ
বন্ধু ওরে শোন রে বলি, সেই কথাটাই ভাব।


রবির তেজে আগুন ফাগুন জ্বলছে আজো ভায়
নাই বা র'লো ধরাধামে গুম্ফ তার ওই কায়!!


সেদিন মনে রাখিস ওরে শ ম শহীদ শোন
সময় পেলেই লসের হিসেব কাব্য কথা বোন।


বি.দ্রঃ লেখাটি শ.ম. শহীদের গতকাল প্রকাশিত কবিতা,"লসের ব্যবসা", কবিতার জবাবে মন্তব্য দিতে গিয়ে লেখা।