Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 1 min  ·
যুগল ছড়া কবিতা, "রইতে শীতে লেপ আর ওমে"
.
"সুদীপ্ত বিশ্বাস"
.
শীতটা এল যেই
মাঝে মাঝেই মেঘলা আকাশ, সূয্যিমামা নেই।
যাচ্ছি শীতে জমে
শরীরটাকে গরম করি নরম লেপের ওমে।
সরিয়ে মেঘের চাদর
শীতের মিঠে রোদ্দুরটা দেয় বুলিয়ে আদর।
শীতের পিঠেপুলি
মায়ের হাতের মিষ্টি পিঠের স্বাদ কী করে ভুলি?
শীতের নলেন গুড়
মনভোলানো গন্ধে-স্বাদে আহ্লাদে ভরপুর।
শীত এসেছে যেই
গরমকালের ঘাম ভেজা সেই কষ্টটা আর নেই!
.
"সঞ্জয় কর্মকার"
.
কেষ্টা বেটা কষ্টে ভীষণ ফুটেই ফুটে রয়
পাপড়ি ঝরা বর্ণ চটা ফুলের মতোই হায়!
গরম কাপড় চোপর জেনো কিছুই ওদের নাই
দেখলে তারে কাঁপন শীতের বুঝতে দাদা পাই।
নলেন গুড়ের স্বাদের পিঠা খাইতে অনেক ভালো
ওদের কপাল মন্দ অতি আকাশ তারা কালো।
কালের স্রোতে ভাসতে ধরায় জিন্দা যেমন লাস
ছেঁড়া কাঁথা অনল হোমেই শীতে ওদের বাস।
জ্বালিয়ে কুটা খড় বিচালী বৃত্ত তারা আঁকে
দেখতে পাবেন বস্তি গলি ঝুপড়ি তার ওই বাঁকে।
রইতে শীতে লেপ আর ওমে স্বস্তি নিয়ে মনে
গরম কাপড় দাও দুখানা অল্প কিছু দানে।