(সাম্প্রতিক ঘটে যাওয়া কাহিনী রক্তে আগুন জ্বালায়; তার ই বহিঃপ্রকাশ কাব্য গাথায়)


রুদ্ধ কেনে কিতাব মাঝে; হাঁটতে চলো পথে
অস্ত্র হাতে উঠাও তুলে; রক্ত তিলক
মাথে।


পশুর দেশে মুনি র বেশে; আর হবে নি কাজ
মারতে হবে শক্ত হাতে; ফেলতে হবে
বাজ।


শালীনতায় হানলে আঘাত; বিদ্ধ করো শূলে
মানবতার ধ্বজা তুলে; পাষাণ হৃদয়
দিলে।


জনক আজি ক্ষণিক সুখে; রাক্ষসের ঐ বেশে
করছে রাজ লুটছে তাজ; চৌদিকেতে
দেশে।


একের বোঝা দশের লাঠি; মিলাও হাতে হাত
গড়তে সমাজ রক্ষ বিনে; ব্রাত্য তমার
রাত।