বিত্তে মোহ চিত্তে সুখ-রুচির বিধায় আহা রে!
আহার বিহার নিদ্রা যাপন,
খাদ্য খাবার
বাহারে।
গোলক ধাধায় হুলটি বিঁধায় সর্ষে ফুল যাহারে
সেই তো জানে গরল সে ঘাত;
রাত কী দিন
দাহারে।
চর্তুস্কোণা বরফি কী বা-প্যাচ প্যাচানীর জিলেবি
বড় বাবুর টেবিল তলে,
রুচির বিচার ঢেলে
দি।
যখন যেমন তখন তেমন, সর্ষে দিয়ে ইলিশ ভাপা
কিংবা খাসির কশায় বিঁধে;
ওজন যেমন-তেমন
মাপা।
রুচির বোধে রসিক আমি বুঝতে সবার জারিজুরি
বিত্ত ধনে কেল্লা ফতে;
কেনই ওদের পায়ে
পরি!