Sanjay Karmakar
Founding Member · 2tg eSpihoncrsorldaesd · Members of বাংলা কবিতা - ভারত
"সাবাস সাবাস বেশ"


(উৎসবের দিনগুলির কথা ভাবি। রাস্তার মোড়ে মোড়ে থাকে স্টল, যেখানে পানি দেওয়া হয় সকলকে। ভাবি এই করোনা কালে সরকারি উদ্যোগে কি এমন স্টল করা যেত না ১০ কিমি অন্তর অন্তর যেখানে বিনে পয়সায় খাবার আর পানি দেওয়া হত পরিযায়ী শ্রমিকদের। লক্ষ কোটি টাকা নয় একটু সদিচ্ছা দরকার ছিল)


ওরা এক হার না মানা জাতি, ওরা এক হার না মানা জাতি
শ্রমের দেশেই রাজ যে ওদের কর্ম ওদের প্রীতি।
ওরা এক হার না মানা জাতি, ওরা এক হার না মানা জাতি।
ত্রস্ত যখন কাল প্রবাহ স্তবির যখন দেশ
চাইলো না কেউ ওদের পানে
করলো বজ্জাতি।


দুর্দিনের ঐ প্রহর কালে বল্ল হেঁকে মালিক দলে; ভাগ
ঘর হারিয়ে কর্ম রহিত করলো ওদের ত্যাগ
চাইনো না দেশ জন জনতা করলো না
দুখ ভাগ।


করলো না দুখ ভাগ।


ঘোর বিপদে অন্ন রহিত নামলো গহীন রাতি
ওরা এক হার না মানা জাতি, ওরা হার না মানা জাতি।
দুখের দিনে আমিরজাদা
করলো বজ্জাতি।


শিরায় শিরায় রক্ত ওদের সাহস ওদের বল
দুই পায়েতে শক্তি ওদের সইলো না আর ছল।
হাঁটছে খোকা হাঁটছে খুকি হাঁটছে জায়া সাথে
বোঝার পাহাড় বাচ্চা কোলে বাক্স
নিয়ে মাথে।


যোজন যোজন সুদূর পানে ক্লান্তি ওদের নাই
দুখের দিনে একটু মায়া! কেউ দেখলো নারে ভাই।
হাজার হাজার লক্ষ কোটি গল্পে মেতে দেশ
অল্প খানিক তাও না দিলো!
সাবাস সাবাস বেশ।
সাবাস সাবাস
বেশ।


(লেখাটি এভাবে প্রকাশ দিলাম এটা বোঝাবার জন্য যে লেখাটি আগেই, বাঙলা কবিতা - ভারতে প্রকাশ দিয়েছি, তাই)