Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
badge icon
Founding Members
  · tSp15m ohSnseocirhresgd  ·
"সাদা পাতা"


আজি ধরা বিষন্ন বিষ জ্বালা পূতিময়
গৃদ্ধের কলরোল দিকে দিকে বহে তায়।  
আব্রুর নিরসনে হৃদ নাই রোশনাই
গিলে নিতে চাঁদ তারা মানুষের
হুশ নাই।


ক্ষত তারি প্রদাহেরই ধারা বহে অবিরল
হিংসা ও দ্বেষ বিষে বিষময় ধরাতল।
বিপন্ন বসুমাতা অঙ্গ সে হানি তায়
বনানী সে শ্যামলিমা জ্বলে পুড়ে
রাখ হায়!


ক্রন্দন রোল আজি ধাবিত সে দিকে দিকে
দানবতা গ্রাসে নাশে; মানবতা রং ফিকে।
হলাহলে বহে বায়ু ধূলি ধূল ধূসরিত
বজ্য সে অণু তাহে বয়ে চলে
অশনিত।


পরিহাসে খলো হাসি হাসিতেছে কাল হেথা
ধ্বংস সে পরিণামে লিখিতেছে তারি গাথা।
আমি কবি লিখি তাই কবিতায় বহি ব্যথা
রব তারি প্রলয়ের লিখে চলি সাদা
পাতা।