Sanjay Karmakar
  · JgituSlmpoistm nsuhornoSuewd  ·
মানবতাবাদী প্রকাশ,"সাধনা"


বিড়াল তপস্বী মগ্ন রয়েছে তার আপন অভিলাষে
এজলাসে তার মৃদঙ্গ সুর; ছনকে ছনকে বাজে।
উত্তাপ গ্রাসে তপ্ত মেদিনী জ্বলন্ত লাভার স্রোত
স্ত্রোস্ত্র পাঠে অলীক কল্পনায় শীতলতার অভিপ্রায়
কালো রাতির অবসানে পুবের আকাশের আরাধনা।
আকাশ কুসুম কল্পনা আর অধরা স্বপ্নের কামনায় মন
বসন্তের আগমনে বেজে ওঠে কি মাদলের দোল!
নাগপাশে আবদ্ধ জয় জনতার আষ্টপৃষ্ট
আঁখির গতরে জেগে ওঠে সাহারার মরুভূম।
জলের অস্তিত্ব সে কবেই সেথায় বিলীন।
তবুও আশার সে দ্বীপ জ্বেলে কবিতায় মগ্ন সাধনা।


কাফেতে বসে লেখাটি সরাসরি এখানেই লেখা।