সারা দেশ জুরে হাসে ঐ কেরে-অট্টহাসি - হাঃ হাঃ হাঃ -
        আকাশ বাতাস বিদীর্ন হিয়া-হাঃ হাঃ হাঃ -
        সারা দেশ জুরে হাসে ঐ কেরে-অট্টহাসি -
                   হাঃ হাঃ হাঃ -


ভাঙ্গছে কেরে মন্দির -মসজিদ-তছনছ করে কারা-
            বিদ্যুপ করে অট্টহাসিতে-
                 রাক্ষ্স সুখহরা।


      রক্তগঙ্গা ঝড়ায় কেরে -পাঞ্জাবে কাশ্মীরে-
            বিশ্বের দ্বারে মলিন মাতা-
                দাড়ায়ে নতশীরে।


      অস্থির মাতা সন্তান লাগি-পথ চাহি দ্বারে-
             মৃত্যুসংবাদ যেন বজ্রপাত-
                বুক ফাটে আর্ত-
                    চিৎকারে।


      স্বামী লাগি কাঁদে প্রিয়া -ভাই লাগি ভাই-
                হাসিমুখে শিশুছানা-
                 কিছু বোঝে নাই।


      গনগন করে সারা দেশ-শনশন করে অশি-
              লকলক করে হিংসাবহ্নি-
                  বারুদের ঝকমকি।


  পথচারী এক বুলেট হটাৎ-বিঁধে গেল বুকে-আহাঃ-
         রুধিল শ্বাস-বিকট বিকশ-অট্টহাসিতে-
                     হাঃ হাঃ হাঃ -


   জাগিল শঙ্কা-প্রানের ডঙ্কা-পলায়িত পথচারীগন
        ঝাঁকে ঝাঁকে গুলি-কত প্রান হল বলি-
                 শুরু হোল মহারণ।


সারা দেশ জুরে হাসে ঐ কেরে-অট্টহাসি - হাঃ হাঃ হাঃ -
        আকাশ বাতাস বিদীর্ন হিয়া-হাঃ হাঃ হাঃ -
        সারা দেশ জুরে হাসে ঐ কেরে-অট্টহাসি -
                   হাঃ হাঃ হাঃ -


       চিনেছি দানবেরে-এসো বধ করি সকলে মিলে-
                  সাম্প্রদায়ীকতা।