কবি শিমু লতা মৃধার  কালো মেয়ের কাহিনী কাব্যে অনুপ্রাণীত হয়ে লেখা ঠিক ওরকমই ভাবনায়। কমেন্ট বক্স এ লেখা। তবে পরে কমেন্ট বক্সে কবিতাটি খুজে পেলাম না। ওয়ার্ড ফাইলে সেভ না করলে কবিতাটি চিরকালের জন্যে হাড়িয়ে
যেত।ঈশ্বরকে ধন্যবাদ।


একটি ছিল কালো মেয়ে -দুস্ট তার ভাল –
        পণের লোভে হোলেও বিয়ে-
                পুড়লো কপাল-


গঞ্জনাতে দিনগুলিতে-জীবননদের ভূলভূলিতে-
                   নিরাশায়।


  নিত্যনতুন পণের দাবী-জীবন নদে অস্ত রবি-
          বছর কয় কাটল হেথায়-
               জীবন দিল দাড়ি-


                     স্বামী-
          সে তার-শেষ হল জমিদারী।


    অভাগীর বেশেতে -ফিরে নিল বাপেতে-
             কিছুকাল যেতে যেতে-
            পিতামাতা গেল ঘাটে-
                    কপাল-


     দাদা আর বৌদিতে গঞ্জনা খোঁটা দিতে-
           দিতে দিতে দিতে দিতে-
                উস্মার সঞ্চার।


      প্রাণ ধন মন নিল-শপথের বাণ এলো-
               অভাগীর দরজায়-
            আলো ধায় আলো ধায়-
              ধরনীর কোলটায়-
               ব্যাবসাতে মন-


       অভাগীর দুখ নাই-জীবনের কঠিনাই-
           কালো মেয়ে গতি তাই-
                শুধু সংকল্প।