১৩/১০/২০২২, ০৭:১৭ মি:


সান্ত্বনা দি মনকে বোঝাই সুখ তো মহা নির্বানেতে
কী আর হবে রইতে ধরায়, খেলার জীবন ঘর পেতে!!
আজ আছি কাল রইবো কী আর!!
বইবো কেনই-সেই লহু ভার,
ও মেয়ে তুই সরল মতি, থাক রে তোর ওই কর্মে মেতে।


বিঃদ্রঃ লেখাটি আসরের কোনো এক আমার প্রিয় সহোদরার কবিতায় কমেন্ট করতে গিয়ে লেখা আর তার প্রতি উৎসর্গ করেই প্রকাশ দিলাম।নামটা গোপন রাখলাম। আসরের অনেকে জানলেও সে জানে না আমার আর একটি হবি বা সখের কথা। "সবাই আমায় খারাপ জানবে আর আমি শুধু জানবো আমি কী!", এটাই আমার সখ বা হবি কবিতা লেখার পর।আমাকে কেউ ভালো বললে আমার গা জ্বলে। আর সেই কারণেই যত আমার সুনাম এই আসরে তার চেয়ে বদনামই বেশি। আমার যত লেখা ব্যান হয়েছে সেটা বোধহয় আসরের ইতিহাসে রেকর্ড।  আর সেই কারণেই আমি তার কাছে ব্রাত্য আর তাতে যে আমি কতটা আনন্দিত তা লিখে প্রকাশ করতে পারবো না। আমি পেরেছি কাউকে আমার সম্বন্ধে বিপ্রতীপ চিন্তা ভাবনা করাতে। সে আর এখন আর আমার কবিতা পাঠ করে না তাই আমি শতভাগ নিশ্চিত সে এ লেখা জানতেই পারবে না তাকে উৎসর্গ করে লেখার কাহিনী।