Sanjay Karmakar
Founding Member · 43 mins · Members of বাংলা কবিতা - ভারত
"শাওয়ালের চাঁদ"
.
ঈদ এলো করোনায়, তাহার ওই করুণায়
বড় ব্যথা লাগে প্রাণে; গতি নাই
করোনায়।
হলাহলে বিষে আজি অশান্ত মেদিনীতে
ভাইরাসে প্রাণ নাশে, শত দুখ
ব্যথা দিতে।
কোলাকুলি হলো নাকো এলো নাকো মেহমান
ছুঁয়া ছানি আজি মানা; বেদনাতে
কাঁদে প্রাণ।
শাওয়ালের চাঁদ আজি টস টসে ভরা দুখে
খোকা খুখি নিষ্প্রাণ-বড় ব্যথা
লাগে বুকে।
রমজান মাস শেষে এলো আজ ঈদ এলো
দুর্দিনে ভরসার যেন চাঁদ
বলে গেল.......
দুখ নাই দুখ নাই ওঠো জাগো ডাক তারে
আল্লাহু ধ্বনি রবে; তার দয়া
ত্বরা পাবে।