Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · Ssreondpotf76tuf9au1tl0t00a4hc9a59u87hm4t12am3ua4iihlf7a2494  ·


সে কী আর আসিবে ফিরে
পরধনে যাহা গত,
তারে ঘিরে আজি স্বপ্ন সৌধে
বাসনা সাধিছে সেতো;


সে কী জানে জ্ঞান-অজ্ঞানে
অজানা সে মহীরুহ,
যাহারি পরেশে নয়নে হরষে
সঁপেছিল তারি দেহ!!..................।।


স্ফিতিতে গীতিতে গেয়েছিল গান
সোহাগের সুর তুলি,
সুবাসেতে তার যাপিত যামিনী
গিয়েছিল পথ ভুলি!!


সে পথ ঊষর বন্ধ্যা বলয়
সঁপেছিল প্রাণ তার,
বাজে নি কিঙ্কন বাঁশুরির গান
হয় নি তরণী পার।


আজিকে অবেলা নিত্য দু বেলা
জাগিলে সে ভূম পর,
নাহি কিছু আর অবশেষ তার
বেদনা অতঃপর।


সে কী আর আসিবে ফিরে
পরধনে যাহা গত,
তারে ঘিরে আজি স্বপ্ন সৌধে
বাসনা সাধিছে সেতো;


সে কী জানে জ্ঞান-অজ্ঞানে
অজানা সে মহীরুহ,
যাহারি পরেশে নয়নে হরষে
সঁপেছিল তারি দেহ!!..................।।