"দীন" (প্রথম খন্ড)


নমিত কেন হে দেবেরি ই দিশারী নমিত কেন হে সাজ
ধরণী বহিতে সুখের ই সায়রী নত মস্তক আজ।
মহিমা তোমার ই অপার আজি গো কেন হে হলো গো ক্ষীণ
দেব রস আজি বাহিত গরলে কেন গো আজিকে
দীন।


কাঞ্চনে সুখ রজতে মাতিয়া রজনী করিলে ধ্যান
তপতী বলয়ে শৃঙ্খলে বাঁধ; রচিলে তোমার ই সান।
ধাবিত অনলে অশুভ মতি এ মাতিয়া মাতম সুখ
ধরণীর লাজ ন্যুব্জ আলয়ে; ভীষণেতে
বহে দুখ।


কুপিত অনলে সঁপিয়া সমরে বিভীষণ সম রহো
কুঞ্চিত প্রাণ দোহনে দুখের ই প্রমোদেতে সুখ বহ।
হিংসা ও দ্বেষ পালিত দুয়ারে দুরাচারী ব্রত কথা
তোমার ই কাহিনী বিষমতা গান; রহিবে
মহীতে গাথা।


এসো গো আজিকে প্রণতি দুয়ারে মানবের গীত রচি
যাহা কিছু সুখ সমীপে বিলায়ে স্বর্গ সে দ্বার ক্ষিতি।
অরূপ দ্যুতের ই দানেতে দামিনী বহিতে সুধার রসে
এসো গো আজিকে কবির এ আহ্বান
বিলাইতে দেশে
দশে।


"দ্বিতীয় খন্ড"


ক্রন্দন রোল আজিকে বাতাসে উদিত অনল ধায়
ক্রোধের ই অবাধ কৃষিত দুয়ারে গরলেতে বিষময়।
অযুতো নিযুতো দগ্ধ সে প্রাণ হাহাকারে দিন বোনে
দুখের ই সাগরে পিষ্ট নমিত শেষের সে
দিন গোনে।
.
লুব্ধ চাহুনি চকিত দুয়ারে ছোবলে করিছে ক্ষতো
যাহা কিছু সুখ কেড়ে নিতে তায় গরলেতে ধরা ব্রত।
লুন্ঠনে রাজ আব্রু আকরে পরাভূত করে সান
ভগিনী আজিকে রুধিরে লুটিছে হাহাকারে
ভরা প্রাণ।
.
ধর্ম সে জাল বিছায়ে তাহারি কৃশকায় দীন অতি
গন্ডুস কায় ভ্রমিত বাহারে হলাহলে ধরা মতি।
হিস হিস বোল ক্ষিপ্র তড়িৎ বাসনাতে পূতিময়
রণ সাজে আজি উগ্র কামিনী দামিনী
হরিতে হায়।
.
শিওরে শমনে শিঁউরে উঠি গো হৃদয়েতে বিঁধে তীর
পুঙ্গব রাজ শৃঙ্খলে প্রাণ আকুল খুঁজিতে নীড়।
এসো গো ত্বরায় দু হাত বাড়ায় মানবের গাহি গান
এসো গো আজিকে কবির এ আহ্বান
দেহ গো প্রেমের
দান।


(একটিই কবিতা তাই সাথে প্রথম খন্ডটিও দিলাম)