"সেই কৈশরে"
.
সেই কৈশরে আমি কলেজে আর তুমি নাইনে,
পড়াতে গিয়ে ইচ্ছা হত তোমাকে ছুঁয়ে দিতে
আঙুলে আঙুল ইচ্ছা করেই টাচ হয়ে যেত
তুমিও তারিয়ে তারিয়ে উপভোগ করতে তা,
বুঝেছিলাম একদিন। তার পর ইতিহাস।
কতবার বাহুডোরে বন্দি হয়েছি ,
সে যুগল কতকথা কোনদিন ই
ভুলবার নয়।


জয়া, আজ তুমি জানিনা কোথায়
হয়তো বা তোমার ছেলেপেলেও অনেক বড় হয়ে গেছে এখন
তবে ভাগ্যিস তখন অনভিজ্ঞ ছিলাম খুব
নাহলে কিসের থেকে কি যে হয়ে যেত
আল্লাহই জানেন শুধু।
উফ! বড্ড বাঁচা বেঁচে গেছিলাম।