Sanjay Karmakar
Founding Members  · 11 hrs  ·
"সেলাম তারে"
(তাকে তো আর পাব নো। বেঁচে আছে কিনা তাও জানি না। তবে কবিতায় তার জন্য শ্রদ্ধাঞ্জলি আমার)
.
বয়স চার হারিয়ে গেলাম মামার বাড়ি ঘুরতে গিয়ে
সেই সে সময় বিহার রাজে ছেলে ধরা করতো বিয়ে।
একটা পুলিশ ট্রাফিক গার্ড
ধরলো আমায় ছোট্ট বার্ড,
করলো সে কাজ ডিউটি তার, চৌকিতে তার বসিয়ে দিয়ে।
.
দুপুর বেলা আমায় নিয়ে পাশেই ছিল মিঠাই শপ
মিষ্টি পুরি সবজি খাওয়ায় আর সে দিল লালিপপ।
সকাল থেকে বিকাল হলো
রিক্সা ডেকে আমায় নিলো।
পাড়ায় পাড়ায় অনেক ঘুরে; শেষে পেলো দাদুর শপ।
.
আমায় পেয়েই কান্নাকাটি হটাৎ শুরু অঝোর ঝোরা
আদর সোহাগ করলো সবাই দিনটি ছিল হতচ্ছাড়া।
সেলাম তারে
বারে বারে,
যার দয়াতে জীবন আমার; হৃদয় তাহার সোনায় গড়া।