Sanjay Karmakar
  · tJaStpuotaunstSc gsSonoredw  ·
"শেষের সে দিন গোনো"


আজিকে নিখিলে নীরবে বাহিত অস্ত রাগের ছোঁয়া
ধমনী বাহিত সে ক্ষত প্রদাহ, হৃদয়ে নাহিকো দয়া।
দমনে শমনে শায়িত ধরণী শঙ্কা জাগায় ভীতি
মান আর হুষ ক্ষয়িত আজিকে; নাহি প্রেম নাহি প্রীতি।


কলুষো আজিকে খরো সে বাতাস; প্রতিকূল প্রাণঘাতী
মানবিক দায় হারায়েছে মন নিয়ত করিতে ক্ষতি।
কৃচ্ছ্রসাধনে আপনার ধনে আপনি নিহিত সবে
উঁচু নিচু ভেদ ভেদিছে সমাজ  কুপিত করাল রবে...............।


স্বয়নে স্বপনে ধন, ধ্বনিত সে নাদ; বিষয় আসয় সবে
দিকে দিকে রণ, রণনে সে রব ; ক্লেদাক্ত কলোরবে।
তূর্য নিনাদে নিহিত বারতা; ধ্বংস সে পল গাথা
গরলে প্রদাহে; হেতু সে মানবে-বিরূপ আজিকে দাতা।


দানবো প্রহারে ব্যসনো বাহারে ক্ষমা নাই ওহে শোন
দিকে দিকে আজি ধ্বনিত সে রায়; শেষের সে দিন গোনো।