বৃক্ষ মানেই প্রাণীর জীবন-সবুজ শ্যামল ধরা
বৃক্ষ রোপন ঢের প্রয়োজন, ঠিক অনুভব করা।(শ ম শহীদ)


শ্বাস বায়ু তার যোগান দিতে; আর কেবা-বল পারে!
বৃক্ষ বিনে নাই রে জীবন-বাঁচবে না প্রাণ ওরে।
শুধুই কী তাই তোরেই সুধাই খাদ্য কোথায় পাবি?
খাদ্য রসদ যা কিছু বল-বৃক্ষ রে তার চাবি।
তুই মুরুবি বললি কিনা, নন ভেজের ওই কথা
জন্তু তলার খায় যে ওরে-খাদ্য তরু লতা।
মাংসাশী তায় খাদ্য জোগান-তৃণভোজীই সে তো
তৃণ যদি রইত না বল-ভোজ টা সে কি পেতো??


পান্থ সবে শ্রান্ত হলে বৃক্ষ ছায়া তল
আর সে কোথা শান্তি শ্যামল, বল তো শ ম বল।
পাখির কূজন নীড় সে বাঁধে তার ওই শ্যামলিমা
হাজার প্রাণের নাথ সে ওরে; বৃক্ষ ও রে শ্যামা।


বিঃদ্র- প্রথম দুলাই শ.ম শহীদের।