Sanjay Karmakar
Founding Members  · JtcurSisut fpoeunnosnorcewdg  ·
"স্থলন"
.
অবগুন্ঠনে কে তুমি মানবী আসিলে সমীপে মোর
রজনী বিলায়ে কোন সে নিলয়ে তমা রাতি ঘনঘোর।
সন্তাপে হৃদ মরমে কাঁদিছে অঝোরেতে ঝর ঝর
কোন সে পাষাণে মর্মরে প্রাণ নিশীথ হরণো তর।


প্রাণ সে ভ্রমরো কোথা গেল আজি সাগরেতে বানভাসি
পলে পলে দ্বার কোকিলো বুলিতে ছড়ায়ে মধুর হাসি!
উছলিত প্রাণ শৃঙ্খলে আজি; হরিলো সে কোন মূক
আঁধারো তমার ই গহীনো গভীরে ব্যাপীল গহন দুখ।


কার লাগি হৃদ প্রণয়ে মাতিয়া অশ্রু বিসর্জন
সে তো নাই, সে তো নাই, ওরে অভাগিনী
ছল সে করিয়া নিশীথ লুটিয়া করিয়াছে বর্জন;
মরীচিকা সম বালুকা সে ভূম নাহি নাহি সজ্জন।


শত কত বোল বিছারি সে রব অসাড়ে পতিত রয়
অভিসারী মন বাঁধিতে সে ধন; ধাবিল তাহাতে হায়!
মাতৃ হারা সে তনয়া যুবতি অগ্নি শিখার পানে
ত্যাজিয়া সে কূল ভাসায়ে ধরণী ছুটিলো প্রেমের টানে।


পিতা তারি হই আহত হৃদয়ে মানিলাম প্রেম গণ
স্বাগত তাহারে জানাই আদরে লভিতে সুখের ধন।
যাহা কিছু তার শিওরে সঁপিনু মাল্য কনক মোতি
জায়ার ই সে ধন তুলিলাম ভুজ অম্বুদে দান ক্ষিতি।


খল সে প্রাণেতে ছলনা দানিতে মোহনে মরমো হরি
দিবা কয় ক্ষয়ে প্রমাদ গণিলো আকুলে ভাসায়ে তরী।
যাহা কিছু ধন হরিলো তাহাতে নিশীথো লুটায়ে তায়
মরমে মরিনু ত্যাজ্য অভাগী ঘরেতে আমারি হায়!


ঝঞ্ঝা তুফানে ভ্রষ্ট লগনে রুধিরে অনলো ধরা
ধরিবারে হাল মাঝি নাই কূল বেগবতী হয় ধারা।
ক্রন্দন রোল ছড়ায়ে বাতাসে ঘনীভূত শোক তাপ
মরমে বেদনা বাহিত তুফানে স্থলনে ভাবিত পাপ।


হত সে হরিণী হৃদয় তাহারি বহিতে নারিলো শোক
দড়া দড়ি দেয় গলেতে তাহারি ভাসায়ে ভূলোক লোক।
ব্যাপ্ত অনলে দাবদাহে হৃদ পিতা কি সহিতে তার
পতিত হলো সে ধরণী ভূ তল রুধিল হৃদয় দ্বার।