০৭/১০/২০২২, ২১:২৮ মি:


তাই তো কই বিয়া বাড়িত এত্ত কেনেই ঝোঁক
বুজসি এবার মর্ম তাহার বাড়িত চিনে জোঁক।
এক ফালি রোদ উপচে পড়ে
বউ থাকে দূর বাসর ঘরে,
সেই ফাঁকেতে হাতুর ছেনি, করতে ভালা স্মোক।


৭ তারিখ ২১;২৮ এ এই লিমেরিকটি কার লেখার কমেন্ট বক্সে যে লিখেছিলাম তা মনে নাই। তবে পাঠ করে খুবই ভালো লাগতেছে তাই কবিতা হিসেবেই লেখাটি পোষ্ট দিলাম।


সংযোজনাঃ-


হরেন্দ্র নাথ সিং ০৭/১০/২০২২, ২৩:২৩ মি:


বাহ! খুব মজাদার কবিতা।
এক ফালি রোদ উপছে পড়ে
বউ থাকে দূর বাসর ঘরে--- দারুন দারুন।
এই নিচের কবিতায় আপনার এই সুন্দর মন্তব্যটি পেয়েছিলাম।
কবিতাঃ বিয়ে হয় না কেন
-কবিঃ সুজন ইসলাম
শুভেচ্ছা রইল প্রিয় কবি।


মনে করিয়ে দেবার জন্য প্রিয় কবিকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।