Sanjay Karmakar
JnutSspmteongttosioirh noewd  ·
যুগল রম্য কবিতা,"সব্বনাশ"
" শ ম শহীদ"


তোমার ঠোঁটে,
      হাসি ফোটে,
দেখি- আমার সর্বনাশ!
তোমায় নিয়ে,
       ওগো প্রিয়ে-
করি তবু প্রেমের চাষ।।


"সঞ্জয় কর্মকার"


ক্যান হবে নি চল ছাবেলি
গুপ্ত খাতে বও; বউ আর ছাওয়াল ঘরে রেখে
প্রেমের গুলি খাও। খাচ্ছ খাসা জেমুন ডাসা
রসিক বটুক ওগো; সব্বনাশের বীণ বেজেছে
এবার তো ঘর ভাগো।


ভাগো রে ঘর ভাগো।


"শ ম শহীদ"


ক্যান গো দাদা এমুন কতা-
কতায় ঠেলো বাঁশ
বারোতে হয় তোমার বছর
আমার আঠারো মাস!
বুঝতে পারি তুমি আমার
আর এক সর্বনাশ!


"সঞ্জয় কর্মকার"


সব্বনাশ! কুন্তি তোমার ছাওয়াল ওগো
ডুবকি দিয়া জলে; কইলে ভালো ত্যারত্যরায়া
আমার উপর চলে!
কইসে কিনা আমার থিকা বহর তাহার বড়ো
হেলায় আমায় দ্যাখায় কলা; বিহিত তুমিই করো।
ডুবন চুবন ঘোর সে কলি ছাওয়াল পাওয়াল ঘরে
গিন্নি সোনার রাইখা অ রে দুসরা প্রেম করে।
হ্যালায় এলায় ফিটকি দিমু ঘিটকি দিমু ঘষি
কুন্তি ও রে হুনিস রে তুই বাঁনবো দিয়া রশি।
সব্বনাশের নাশ করিবো বাঁশের দিমু টুং
তেল মাখায়ে দারুন করি; ভাঙবে রে তোর ঘুম।