সবুজই পারে তৃষ্ণা মেটাতে পূবেতে আনিতে আলো
সবুজ ওই পারে ভেঙে দিতে কু-
ছড়ানো ছিটানো কালো।
সবুজের গতি অমোঘ অলক অসীম প্রান্ত হীন
ছুড়ে ফেলে দেয় দূরেতে তমায়
অসম বিধায় দীন।
মহাকাল স্রোতে মহা কালিকায় ভৈরবের ঐ তান
মৃদঙ্গ বোলে মলয়ো বায়েতে
উল্লাসের ওই গান।
সে গান ধ্বনিতে আহবানি সুর দূর গগনেতে যায় বয়ে
অশ্বারোহীর গতি সে তরল,
দুর্যোগে যায় ধেয়ে।
জয়ের নিশান বহিতে পাষাণ রুক্ষ কঠিন ভূমে
নাহি ডরে প্রাণ নাহিকো রোদন
অগ্নি বীণায় চূমে।
রক্ত লহুতে বাহুবল ভূজে ভানুকর ন্যায় তেজে
ঘূর্ণিত বায় উড়ায়ে ঘুরায়ে
ধায় সে কুপিত রাজে।
দ্বিধা হীন বোধ নেয় প্রতিশোধ ভগ্নী মাতার দায়
ঝাপ দিয়ে সে অগ্নি পথেই
সীমাহীন ক্রূরতায়।


রক্ষ রাজেতে রিক্ত মেদিনী সবুজের গাহি গান
মহাকাল বহি এসো হে হরিত
বধ করো ওগো
শয়তান।