Sanjay Karmakar
  · npestrSoodsa871J4iflgmtuo5l347 c864521f0ca01hu6i10wnafc6h8uf  ·


নারী মাতা নারী ত্রাতা-
সৃষ্টি আদি কথা
নারী বিনে প্রাণ বেদনার গান,
ব্যথাময় উপত্যকা।

উপশমে রয় বেদনায় বয়-
নারী;
মরুভূম বালুচরে,
স্নেহের আকরে নিবিড়ে সাজায়ে
সুখের প্রাসাদ গড়ে।


প্রমাদে প্রহরে প্রখরে পাষাণ-
বক্ষে সে লয় তুলি
সজ্জায় সুখ সুখেরই পলেতে-
নারী;
সোহাগের বুলবুলি।


নারী বিনে প্রাণ শ্মশান সমান
বিজন কানন সেতো,
উপাচারে তাই শুদ্ধ আচার
করিও নারীর ব্রত।