জ্ঞানের আধার জ্যোর্তিময়ী আলোক এর ওই দূত
তার ওই সেবায় আর্ত গরিব ধন্য জীবন্মৃত।
আলোকের ই ঝর্ণা ধারায় বিশ্ব প্রভাসিত
জীবের সেবাই শিব এর সেবা উভয়
ওতপ্রোত।
তার ঐ বাণী ঐশী ধারায় দূর হতে দূর বয়
বিবেক বোধে জাগলো মানুষ দুঃস্থ অসহায়।
দেশ হতে দেশ দেশান্তরে সুদূর শিকাগোয়
সনাতনীর মর্ম কী তা শৈল শিখর
ছোঁয়।
আজ স্বামিজী হিংসা দ্বেষে কুটিল মনের ছোঁয়া
আকাশ হতে এসোই নেমে একটু দিও দয়া।
বিবেক আজি হারিয়ে গেছে ধর্ম করে নাশ
বিষমতার এই সমাজে আর্ত গরিব
দাস।
যুদ্ধ আজি ভূষণ জেনো ধর্ম গোঁড়ামী
শক্তি দিও হৃদ মাঝারে গাইতে তোমার
বাণী।