Sanjay Karmakar
  · JuctSpsttont snonraelcoerdgw  ·
যুগল বিবিধ লেখা,"শোল"
"শ ম শহীদ"


রোজায় খোঁজা পুণ্য,
পাপের- তাপে বান্দা।
কারোর হাঁড়ি-শূন্য,
রুটি রুজির ধান্দা।


করোনায় মন্দা হাল-
খাচ্ছি বাসি-গান্ধা
রেশনের পঁচা চাল
একবেলা হয় রান্ধা।


কেউ ফুলে- কলাগাছ
যাদের দুচোখ আন্ধা
রাখছে না শরম-লাজ
নিচ্ছে হেঁকেই চান্দা।


"সঞ্জয় কর্মকার"


চান্দু ভায়া চাঁদ দেখোনি রুটির মতন গোল
রুপার সে থাল কিরণ শোভা তাতেও গন্ডগোল।
কালিমাতে লিপ্ত তাহা
বুঝলে কিছু চান্দু ভায়া,
কেউ ভুখা রয় ভুবন ধরায় কেউ বা ধরে শোল।


(বিধাতা সমস্ত সুন্দর সৃষ্টির মাঝেই কিছু কলঙ্ক রেখে দিয়েছেন। যে নদী এত সুন্দর, সমুদ্র যা মোহময় সেই নদী ই কিন্তু অশান্ত হয়ে বাড়ি ঘর কেড়ে নেয় সময়ে, সুনামিতে ভেসে যায় লক্ষ লক্ষ লোক। সুজলা সুফলা যে ধরণী প্রবল ভুমিকম্পে নিমেষেই কেড়ে নেয় লক্ষ হাজার প্রাণ। তার কোনও সৃষ্টিই ই সুচারু হয়ে উঠতে পারে নাই কোনদিন। সেই কারণেই সামাজিক বৈষম্য আর ধনী দরিদ্র , কেউ সুখী কেউ দুঃখে ভেসে যায়। তাই প্রয়োজন সংযম। একমাত্র সংযম আর সহিষ্ণুতাই পারে ক্ষয় রোধ করতে। কবিতায় প্রচ্ছন্নভাবে সেই কথাই প্রতিভাত। )