Sanjay Karmakar


  · g2gpgifu73o hs5hotg7r0d0ias  ·
(স্মামী বিবেকান্দের জন্মদিনে তাকে স্মরণে রেখে এ লেখা)
"সন্ধ্যারতির মালা"

মন্দিরে ঘুরি তারে খুঁজে ফিরি
ডালা ভরে দেই পূজো; ধূপ দীপ জ্বালি
স্মরে মনে বলি, সুখ আর ধন দে।


দেবে দেই মালা, চাই বর মেলা
দু-করে জড়িয়ে তারে-অন্তরে।
হোম দেই ঘৃত জুত সই মতো কহিছে পূজারী।
ভোগ দিতে তারি করি গড়াগড়ি
গড় দিতে পা'য় তারি;
চাহি নাকো দিকে সম্মুখে, নর রূপে দেবে
কত শত ভবে; আছে কত অনাহারী।


বিশ্বপিতার বসত সেথায় পরম সে ধন অতি
বোঝে নাকো মন;
যার তরে ধ্যান
হায়! কাঁদিছে সমীপে, কাঁদিতেছে দিবা রাতি।


দেবালয়ে নাই প্রাঙ্গণে তার সন্ধ্যারতির মালা
দিবা রাতি দীন পথের ধুলায় তথার তাহার লীলা।
শ্রমিক তাহার শ্রমের ঘামে কৃষক তাহার খেতে
তথায় বিরাজ করেন সে জন
বিরাজিত দিবা
রাতে।


(শেষ স্তবকটি এখনই এখানেই লিখলাম।