Sanjay Karmakar


  · 6 mins  ·
বিবিধ লেখা, "সং"
.
সুখ সুখ করে মরা সুখ অধরাই
সুখ নয় মানুষের চাঁদ তারা চাই।
তারি পিছে অবিরাম বেগ তার তুফানের
সুখ পিছে পরে রয় গতি ধারা ভাঙনের।
বাসনা ও কামনায় উন্মাদ হয় ধরা
হীরে মোতি সোনা দানা সবই হয় সুখহরা।
বিষয়েতে আসয়েতে আসক্ত মতি মন
সুখ নয় ধন তার ই করে তারা আরাধন।
সুখ সে তো সম্পদ নাই মোহ নাই ভোগ
রতি কাম বিষয়ের নাই তাহে সম্ভোগ।
চাহিদার নিবারনে সুখ রহে কুটিরেই
গোলাপী সে রং তাতে সং সে তো
মাটির ওই।