Sanjay Karmakar
Founding Members  · Augtuscgtlt 1Sl7 fiaScplfitcrtoh 7n:29 nsonredPMdedd  ·
"সঙ্গম"


স্বপ্ন সুখের আলিঙ্গনে বন্ধনেতে তার ঐ সনে,
চঞ্চুতে তার চঞ্চু মিলায়; উড়বো আকাশ প্রেমের বানে।
তার সে সুবাস সুধার ধারা
হই যে হৃদয় পাগল পারা,
সোহাগ মাখায় মিলবো পাখায়; সঙ্গমের ওই সুরের গানে।


আলিঙ্গনে বাঁধলে হৃদয় লাবণ্যের ওই সুবাস মেখে
স্বপ্ন কমল দলের ছোঁয়ায় রাখবো তোমায় অনেক সুখে।
মধুর তোমার চিকন হাসি
অনেক তোমায় ভালোবাসি,
জীবন ভেলার মিলন মেলায়; ব্যাপ্ত রবে আমার বুকে।


"সমাজতন্ত্র"


আমের আঁটি চুষতে চাঁদু আম জনতার দরকার
ডুবতে চুবন খাইতে পবন উজান ভাঁটি হরপার।
চায়ের তুফান ঝমক তোলে
হিসেব নিকেশ বগল তলে,
তন্ত্র হেথায় মন্ত্র স্বরূপ; জয় মা কালি কর পার।


"হুক্কা হুয়া
বহুত হুয়া"


কিতায় কয় কাব্য নয়
কচ কচানি বুলিই শুধু!
নিত্য দমক দেয় যে ধমক;
পথ ও ঘাটে মাঠেই ধূ ধূ।


কেউ উজানে ভাসতে রয়
কেউ বা ব্যথার কথাই কয়;
শলার ঝ্যাটার দামড়া বাড়ি
জীবন হেথায় শুধুই ভয়।


গাঙ্গু তেলি পাখনা মেলি
নিত্য দিনেই গান সাধে;
নিমাই হারু বিনা দোষেই
জেলের ঘানি রাধে রাধে।


হুক্কা হুয়া বহুত হুয়া
আম জনতা আয় চলে;
কিলিয়ে কাঁঠাল আচার বানাই
নেতা সেতায় জুতায় দলে।