Sanjay Karmakar
1r6tSf pohnsforreeoodsae  ·
জীবনমুখী লেখা,"সংসার",চতুর্থ খন্ড
(চতুর্থ খন্ডটি পাঠ করবার আবেদন রইল)


সুরভি সে তায় ছড়ায়ে আলয়; অনুরাগে দেয় দোলা  
বন্ধনে নীড় স্নেহ সুনিবিড়; সে তল ভাসায়ে ভেলা।
নিরোধে বিরোধে সদনে বিরাজে, দমনে বিভেদ তায়
জারণে আপনে-হিত প্রণয়নে; আপনি বিলায়ে যায়।


রক্ষ রূপেতে রমণ ও দমনে কত শত শূর বীরে!
স্খলনেতে নীচ, অধমো আচারে-উপনীত হয় নীড়ে।
পীড়নে কাননে কুসুমে সে তার, পীড়িত সে জন তায়
নিঘাতে নীরবে সাধনে নিলয়ে; নিথরে সহিয়া যায়।


ব্যথায় ব্যথায় সার, সংসার; ভ্রমিতে সে লোক তায়
সুখ আর দুখ বাহিত সে লোক; ন্যায় নীতি আর অন্যায়।
কখনো রবেতে কখনো শবেতে, প্রেম পরিণয়-প্রীত
আশাহত; কভূ গগনো বিহারী-গাহিত জীবন গীত।


ধারাপাতে তার গণিতে ফলিতে, চপলো সে কাল ক্ষণ
কভু সে সুখের সাগরে শায়িত-কভু দুখ আনয়ন।
সমরে সমুখে বাণ আর তূণে; বাহারে জীবন ভাতি
ক্ষণিক সে পল সুখ আর দুখ-ঘূর্ণনে দিবা রাতি।............(চলবে)


পীড়ন>যন্ত্রণা, প্রণয়ন>রচিত কোনো কিছু, রক্ষ>দানব, স্খলন>বিপথগমন, নীচ>জঘন্য,ফলিত>ব্যবহারিক, আনয়ন>প্রস্তাবনা


জীবনমুখী লেখা,"সংসার"


মায়ায় ঘেরা এই সংসার বুঝেও অবুঝ মন
আঁখিরো দোলেতে এ পাড় কূলেতে নীবব সমর্পণ।
কখনো ঝঞ্ঝা কখনো তুফান; রৌদ্র খরতাপ
কেহ বহে সুখ সোনার চামুচ কেহ করে অনুতাপ।


আষাঢ় ভাসায় হেথা, বারি জলে একাকার
শরৎ-এ শিউলি, সুবাসিত ভোর-মোহন হেথায় দ্বার।
জৈষ্ঠে জমিন ফেটে ফেটে হীন, চাতকের হাহাকারে
শুষ্ক হেথায়ে জীবন দহন-নাহি পারে সহিবারে............


কেহ নাই পল রোদন ও বিজনে-আগে পিছে নাই কেহ
তাপিত সে ক্ষণ সঙ্গ সাধিতে; নাই প্রেম নাই স্নেহ।
আপনার গেহ আপনি বহিছে নিরত সদাই রণে
বিরূপে বিহনে আপনার জনে দহনে গোপনে প্রাণে।


অহিত সাধনে অহি সে স্বরূপে দিন যায় কাল বেলা
বিঁধিতে তূণেতে বিপ্রতীপেতে ভাসায়ে সে কূট ভেলা।
বহ্নি বাহারে আহারে বিহারে বধিতে সে কূল নরে
আপনার জনে আপনি বিখারে-অহম ও অহঙ্কারে।......(চলবে)


জীবনমুখী লেখা,"সংসার",দ্বিতীয় খন্ড


বোধে নাই সার মৌন মুখর আড়ালেতে ফাল ঢালি
সমুখে বাহার সুবাসিত দ্বার-মুখরে কুসুমে মেলি।
বিরাজে বিজয়ে ক্ষয় আর লয়ে-বিরামে নাহিকো ক্ষণ
রচিতে গাহিতে কূজনে বাহারে-আপনি শোভিতে মান।


স্থবিরতা তায় জড়ায়ে হৃদয় গিরিখাতে কিনারায়
উত্থানে গীত গীবতে অসাধে-পঙ্কে সাধিতে হায়।
মর্মে তাহারি গগনো বিহারী-অভিলাষে মন ধায়
রকমে সাধিতে পুরী-তে বাহারে নব নব লতিকায়।


লাভ ও অলাভে আপনার হিতে নাদিত সে সুর-ধ্বনি
স্বপ্ন জড়ায়ে হৃদ সে ভরায়ে তাল লয়ে রিনি ঝিনি।
বিকিকিনি তায় আপণে নিলয়ে-অভিযানে অভিপ্রায়ে
বোধ হীন তল দীন সে স্তবক- বাসনা রসনা লয়ে।


সাধিতে কড়ি-তে আপণে ভরিতে লিপ্ত ছলেতে নতি
দয়া হীন কায় কামনাতে ধায় দিবশ ও রজনী মাতি।
সংসারে সার বাহিত সে ভার লতায় পাতায় জনে
আর কিছু নাহি ধন শুধু চাহি-তথায় নিরত ধ্যানে।......(চলবে)


গীবত>চুকলি,পুরী>প্রাসাদ, আপণ>বিপণী, দোকান, নিলয়>বাসভবন, নতি>অনুরক্তি,আগ্রহ


জীবনমুখী লেখা,"সংসার", তৃতীয় খন্ড


বিভেদ ও বিবাদে বিপ্রগমনে বিয়োগেতে বিভাজনে
অসূয়া হেথায়ে প্রকার ও বিকারে নিত্য আঘাত হানে।
শয়ন  ও স্বপণে গোপনে লোচনে ষড়ন্ত্রনের প্রীতি
নীরবে গগনে লোলুপে বিহারে বিমুখেতে প্রাণ গতি।


অশ্রু হেথায় বিঁধতে সে প্রাণ ভাদর ও আষাঢ় ভরে
নিত্য অভাব অলাভেতে হৃদ, প্রমোদ গুমরে মরে।
স্বপ্ন রঙিন আর্ত মলিন-অলীক কুসুম ধায়
বিবাদে বিজনে নীরবে কূজনে; স্তিমিত এ প্রাণ হায়।


তারি মাঝে বয় স্নিগ্ধ কোমল প্রবাহনে সুশীতল
নাই বিষ তায় মন্দ মলয়-সুরোভিত সুকোমল।
সাধ্বী সে জন সাধনে ভজনে সদনে সেবায় রত
অসূয়া তথায় ছুঁতে নারে তারে-নীরবেতে অবিরত।


অমলে অরুণে সাধনে আচারে-আঁকড়ে নিবিড়ে প্রাণ
বহু সে কমলা শোভিত সুবাসে; গূঢ় সে বিভেদ মান।
বৈভবে তার প্রকাশ সে জন-চারুতে বাঁধিতে নীড়
প্রেম ধন তার, সে ধন সাধন-কাননেতে সুনিবিড়।.......(চলবে)


বিপ্রগমনে>পিছন পানে চলা,অসূয়া>অপকারেচ্ছা, হীনতা, লোচন>চোখ, ষরন্ত্রন>ষরযন্ত্র, বিহার>ভ্রমণ,  অলীক কুসুম>অবাস্তব, সাধ্বী>সচ্চরিত্র, সদন>বাসভবন, অমল>নির্মল, আঁকড়ে>দুহাতে জড়িয়ে ধরা, গূঢ়>অতিপ্রাকৃত, চারু>কমনীয়


জীবনমুখী লেখা,"সংসার",চতুর্থ খন্ড


সুরভি সে তায় ছড়ায়ে আলয়; অনুরাগে দেয় দোলা  
বন্ধনে নীড় স্নেহ সুনিবিড়; সে তল ভাসায়ে ভেলা।
নিরোধে বিরোধে সদনে বিরাজে, দমনে বিভেদ তায়
জারণে আপনে-হিত প্রণয়নে; আপনি বিলায়ে যায়।


রক্ষ রূপেতে রমণ ও দমনে কত শত শূর বীরে!
স্থলনেতে নীচ, অধমো আচারে-উপণিত হয় নীড়ে।
পীড়ণে কাননে কুসুমে সে তার, পীড়িত সে জন তায়
নিঘাতে নীরবে সাধনে নিলয়ে; নিথরে সহিয়া যায়।


ব্যথায় ব্যথায় সার, সংসার; ভ্রমিতে সে লোক তায়
সুখ আর দুখ বাহিত সে লোক; ন্যায় নীতি আর অন্যায়।
কখনো রবেতে কখনো শবেতে, প্রেম পরিণয়-প্রীত
আশাহত; কভূ গগনো বিহারী-গাহিত জীবন গীত।


ধারাপাতে তার গণিতে ফলিতে, চপলো সে কাল ক্ষণ
কভু সে সুখের সাগরে শায়িত-কভু দুখ আনয়ন।
সমরে সমুখে বাণ আর তূণে; বাহারে জীবন ভাতি
ক্ষনিক সে পল সুখ আর দুখ-ঘূর্ণনে দিবা রাতি।


পীড়ন>যন্ত্রণা, প্রণয়ন>রচিত কোনো কিছু, রক্ষ>দানব, স্খলন>বিপথগমন, নীচ>জঘন্য,ফলিত>ব্যবহারিক, আনয়ন>প্রস্তাবনা