Sanjay Karmakar
Yetustsupstscnoerdahnyef ract 6:4e4 AM  ·
প্রেমের লেখা,"সন্তরণ", পঞ্চম তথা শেষ খন্ড
(পঞ্চম খন্ডটি পাঠ করবার আবেদন রইল)


দহনেতে মন আজিকে পরম- ঝঞ্ঝায় হৃদ মাতে
মৌন কেন গো প্রেয়সী হে মোর, শিথিলতা গিরিখাতে!
ঘূর্ণিত ঘাড় কেশের বাহার; লুক্কায়িত আঁখিদল
কোন সে কুহেলী ও মোর সহেলী; হেন মতি ছলনাতে?


গোকুল আমার সাধন ভজন, পূজন কূজন সব ওই তুমি
হৃদ সে দুয়ার ভরাট আমার সেই সাগরে তুমিই রানী।
স্তব্ধ সে গাঁয় খর সে বাতাস-বইছে মরুৎ কান্না ভেজা
বাজছে করুণ রাগ সে ব্যথার; তপ্ত হৃদে প্রহর গুনি।


উষ্ণ আজি নয়ন কমল, নাই কো ধারা; পানির স্রোত
ব্যথায় ধরা আঁখির তারা; জড়িয়ে তোমায় ওতোপ্রোত।
মুদলো কলি নষ্ট সে নীড়-নাই কো সুবাস সুঘ্রাণ তার
অস্তরাগের সুর সে করুণ; ভরলো সে হৃদ বাঁধলো জোট।


প্রকারে বিকারে, আজিকে প্রহারে এলে সে কাঁটার সাজে
দীর্ণ আজিকে, হৃদ সে দুয়ার; ব্যথারই সে-সুর বাজে।
শূন্যতা গ্রাসে গ্রাসিত মেদিনী, নীরবে কাঁদিছে কাল
বিদায় সজনী স্বরূপে সুঘ্রাণে-ভালো থেকো মহী রাজে।


লেখাটির বিশেষত্ব : লেখাটির প্রতিটি স্তবক রুবাই ছন্দে লেখা।


প্রেমের লেখা,"সন্তরণ", প্রথম খন্ড


বৃষ্টিস্নাত সৌর কিরণ; মালায় তাহার সাতটি রঙ
মেঘের দেশে পেলাম তোমায় তোমার ঝিলেই সন্তরণ।
ভাব সাগরে ঝরলো মোতি; দেখছি তোমায় অপলক
স্নিগ্ধ তোমার রূপের পূজন, প্রাসাদ প্রেমের গড়বো পণ।


হারিয়ে গেছে মন যে আমার; জলদ তার ঐ বারির বানে
ফল্গু সে তার ধারায় তাহার, আসবে কী আজ আমার প্রাণে!
সাধবো তোমায় বল্গা বিহীন-পাল তোলা ঐ প্রেমের তরী
বাঁধবো তোমায় ভালোবাসায়- তোমার সে দেশ আগমনে।


কেশ কপালী ও রুপালী, ভাঙলো গিরি তোমার খাতে
বইতে তোমার স্রোতের ধারায় আজ হতে রোজ দিনে রাতে।
সুধার সে তল সাধবো জীবন; তরঙ্গেতে মনটি মাতি
বাদল সে আজ ঢাকবে সূরজ-তোমার আমার মুলাকাতে।


অম্ল মধুর সুরটি তোমার বাঁধতে আমার হৃদয় দ্বীপ
করলে না হয় জীবন হরণ, করলে আমায় অন্তরীপ।
সাধন ভজন পূজন আমার; রইবো সে তল জীবন ভর
প্রহর কাল যুগ যুগেতে-ভাসবো না সই বিপ্রতীপ।......(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।


প্রেমের লেখা,"সন্তরণ-দ্বিতীয় পর্ব"


বইছে বাতাস তীব্র আজি; হৃদয় সে তার নীলাকাশে
বাইছে লহু তির তির তির, তন মন-প্রাণ তোমার আশে।
সুপ্ত লহু ফুটছে সে তল; বিস্ফোটের ঐ প্রাক সে পল
আজ ধরণী উতল আজি সুঘ্রাণ তোমার সু সেই বাসে।


ব্যাপ্ত আজি তোমার ছায়া কেশরাজি ঐ গগন তল
দীপ্তি তার ওই জ্বালছে ফাগুন পশম তার ঐ কুসুম দল।
ফাগুনের ওই লাল আগুনে সাজিয়ে সে দ্বীপ প্রেমের ডালি
ডাকছি সখী আয় না ত্বরা-নাই রে স্খলন নাইকো খল।


রূপ সুধা তার বিভায় যে আজ, আজ ধরণী উতল তল
হৃদ সাগরে উঠলো তুফান ফুটলো কলি প্রেমের দল।
হারিয়ে গেছে মন যে আমার পশম তার ঐ অন্তরালে
ভাব সাগরে আজ যে বাহার প্রেম ধারা তার বানের ঢল।


রূপের রানী তোমায় চিনি আজ হতে ঐ যুগের পর
বাঁধন তোমার আমার দ্বারে সাধতে পরাণ গড়তে ঘর।
অদ্য বেভুল ভ্রান্তি বিলাস; দূর সে অতি, কী অভিলাষ!
বাঁধ ভাঙা ওই আকুল সাগর; রইছো দূরে আমার দ্বার।......(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।


প্রেমের লেখা,"সন্তরণ", তৃতীয় খন্ড


বাসবো তোমায় অনেক ভালো; রাখবো তোমায় সুখে
হর এক কদম সইতে তোমায়-হাস্য বদন মুখে।
ভ্রান্ত পথে শ্রান্ত দিনে, চাই যে প্রিয়া তোমায় পাশে
কপোত সুখে রইবো মোরা-আলিঙ্গনে সুখে দুখে।


প্রাপ্তি কিবা অপ্রাপ্তির ঐ; সুখ আর দুখ, দহন জ্বালা
হর্ষ সনে প্রীতির গানে, ভাসবো দুজন বইবো ভেলা।
কান্না হাসির দোদুল দোলে দুলবো দুজন কূজন রবে
দিন গুজরান যেমন মতি; করবো না সই অবহেলা।


খুনসুটি খুব লাগবো পিছে; রাগ হলে সই ধরবো চেপে
সোহাগ দিয়ে বুক ভরাবো, হটাৎ যদি যাও গো ক্ষেপে।
মিস্টি চুমায় ভরিয়ে দিতেই দু গাল তোমার টোল খেলা
জলদ বারি ঘিরবে তোমায়, আসবে বাদল দারুন ঝেপে।


নাই বা হলো মহল উঁচু; প্রেমের প্রাসাদ রইতে সই
দুঃখ গ্লানি রইবে নাকো বান সে নদে হারিয়ে খেই।
স্বপ্ন অনেক বুকের মাঝে আয় না সখী এই বেলা
হৃদ সাগরে মুক্তো মানিক, তা দিয়ে গড় গড়বোই.........(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।


প্রেমের লেখা,"সন্তরণ", চতুর্থ পর্ব


সে গাঙ তুমি ভাসবে নায়ে আমার বুকে ভর করে
বাঁধবো তোমায় দু-হাত আমার-বন্ধনেতে বদ্ধ করে।
ঢেউ খেলানো বক্ষ যুগল, হারিয়ে সে তার গহীন তল
মন যে হবে বাঁধন ছাড়া, সম্ভোগেতে প্রাণটি ভরে।


চঞ্চু তোমার জীবন আমার চাউনি আমার প্রাণ
গ্রীবায় তোমার পীযূষ তাহার, গাইবো তোমার গান।
প্রেমের সুবাস বইবে সে গাঁয় ঘ্রাণ সে অমলিন
ভুলতে কী আর জীবন ভাতি-তোমার অবদান।


কাজল তোমার নয়ন তারা আকাশ সে হয় লীন
সাগর তোমার হৃদ সে মোতি; অমোঘ অমলিন।
চাইতে হারা গাইতে হারা পাগল আমার মন
তোমার আশে দিন সে ঢলে বাজতে প্রেমের বীণ।


মন মদিরায় স্তব্ধ সে গাঁয় জোনাক জ্বালে বাতি
তুমি আমার পরম সে ধন; আমি তোমার পতি।
মোল কী সে তার, মূল্য কী বা! প্রাণের অভিলাষ
স্পর্ধা সে নয়; সত্য ইহাই-ও মোর প্রাণের সাথী।


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।


-------------------- সমাপ্ত-----------------------