Sanjay Karmakar
15 hrs  ·
"সন্তরণ-দ্বিতীয় পর্ব"
.
বইছে বাতাস তীব্র আজি; হৃদয় সে তার নীলাকাশে
বাইছে লহু তির তির তির, তন মন-প্রাণ তোমার আশে।
সুপ্ত লহু ফুটছে সে তল; বিস্ফোটের ঐ প্রাক সে পল
আজ ধরণী উতল আজি সুঘ্রাণ তোমার সু সেই বাসে।


ব্যাপ্ত আজি তোমার ছায়া কেশরাজি ঐ গগন তল
দীপ্তি তার ওই জ্বালছে ফাগুন পশম তার ঐ কুসুম দল।
ফাগুনের ওই লাল আগুনে সাজিয়ে সে দ্বীপ প্রেমের ডালি
ডাকছি সখী আয় না ত্বরা-নাই রে স্খলন নাইকো খল।


রূপ সুধা তার বিভায় যে আজ, আজ ধরণী উতল তল
হৃদ সাগরে উঠলো তুফান ফুটলো কলি প্রেমের দল।
হারিয়ে গেছে মন যে আমার পশম তার ঐ অন্তরালে
ভাব সাগরে আজ যে বাহার প্রেম ধারা তার বানের ঢল।


রূপের রানী তোমায় চিনি আজ হতে ঐ যুগের পর
বাঁধন তোমার আমার দ্বারে সাধতে পরাণ গড়তে ঘর।
অদ্য বেভুল ভ্রান্তি বিলাস; দূর সে অতি, কী অভিলাষ!
বাঁধ ভাঙা ওই আকুল সাগর; রইছো দূরে আমার দ্বার।......(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।


প্রেমের লেখা,"সন্তরণ", প্রথম খন্ড


বৃষ্টিস্নাত সৌর কিরণ; মালায় তাহার সাতটি রঙ
মেঘের দেশে পেলাম তোমায় তোমার ঝিলেই সন্তরণ।
ভাব সাগরে ঝরলো মোতি; দেখছি তোমায় অপলক
স্নিগ্ধ তোমার রূপের পূজন, প্রাসাদ প্রেমের গড়বো পণ।


হারিয়ে গেছে মন যে আমার; জলদ তার ঐ বারির বানে
ফল্গু সে তার ধারায় তাহার, আসবে কী আজ আমার প্রাণে!
সাধবো তোমায় বল্গা বিহীন-পাল তোলা ঐ প্রেমের তরী
বাঁধবো তোমায় ভালোবাসায়- তোমার সে দেশ আগমনে।


কেশ কপালী ও রুপালী, ভাঙলো গিরি তোমার খাতে
বইতে তোমার স্রোতের ধারায় আজ হতে রোজ দিনে রাতে।
সুধার সে তল সাধবো জীবন; তরঙ্গেতে মনটি মাতি
বাদল সে আজ ঢাকবে সূরজ-তোমার আমার মুলাকাতে।


অম্ল মধুর সুরটি তোমার বাঁধতে আমার হৃদয় দ্বীপ
করলে না হয় জীবন হরণ, করলে আমায় অন্তরীপ।
সাধন ভজন পূজন আমার; রইবো সে তল জীবন ভর
প্রহর কাল যুগ যুগেতে-ভাসবো না সই বিপ্রতীপ।......(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।