Sanjay Karmakar
3 mins  ·
প্রেমের লেখা,"সন্তরণ", তৃতীয় খন্ড
(তৃতীয় খন্ডটি পাঠ করবার আবেদন রইল)


বাসবো তোমায় অনেক ভালো; রাখবো তোমায় সুখে
হর এক কদম সইতে তোমায়-হাস্য বদন মুখে।
ভ্রান্ত পথে শ্রান্ত দিনে, চাই যে প্রিয়া তোমায় পাশে
কপোত সুখে রইবো মোরা-আলিঙ্গনে সুখে দুখে।


প্রাপ্তি কিবা অপ্রাপ্তির ঐ; সুখ আর দুখ, দহন জ্বালা
হর্ষ সনে প্রীতির গানে, ভাসবো দুজন বইবো ভেলা।
কান্না হাসির দোদুল দোলে দুলবো দুজন কূজন রবে
দিন গুজরান যেমন মতি; করবো না সই অবহেলা।


খুনসুটি খুব লাগবো পিছে; রাগ হলে সই ধরবো চেপে
সোহাগ দিয়ে বুক ভরাবো, হটাৎ যদি যাও গো ক্ষেপে।
মিস্টি চুমায় ভরিয়ে দিতেই দু গাল তোমার টোল খেলা
জলদ বারি ঘিরবে তোমায়, আসবে বাদল দারুন ঝেপে।


নাই বা হলো মহল উঁচু; প্রেমের প্রাসাদ রইতে সই
দুঃখ গ্লানি রইবে নাকো বান সে নদে হারিয়ে খেই।
স্বপ্ন অনেক বুকের মাঝে আয় না সখী এই বেলা
হৃদ সাগরে মুক্তো মানিক, তা দিয়ে গড় গড়বোই.........(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।


প্রেমের লেখা,"সন্তরণ", প্রথম খন্ড


বৃষ্টিস্নাত সৌর কিরণ; মালায় তাহার সাতটি রঙ
মেঘের দেশে পেলাম তোমায় তোমার ঝিলেই সন্তরণ।
ভাব সাগরে ঝরলো মোতি; দেখছি তোমায় অপলক
স্নিগ্ধ তোমার রূপের পূজন, প্রাসাদ প্রেমের গড়বো পণ।


হারিয়ে গেছে মন যে আমার; জলদ তার ঐ বারির বানে
ফল্গু সে তার ধারায় তাহার, আসবে কী আজ আমার প্রাণে!
সাধবো তোমায় বল্গা বিহীন-পাল তোলা ঐ প্রেমের তরী
বাঁধবো তোমায় ভালোবাসায়- তোমার সে দেশ আগমনে।


কেশ কপালী ও রুপালী, ভাঙলো গিরি তোমার খাতে
বইতে তোমার স্রোতের ধারায় আজ হতে রোজ দিনে রাতে।
সুধার সে তল সাধবো জীবন; তরঙ্গেতে মনটি মাতি
বাদল সে আজ ঢাকবে সূরজ-তোমার আমার মুলাকাতে।


অম্ল মধুর সুরটি তোমার বাঁধতে আমার হৃদয় দ্বীপ
করলে না হয় জীবন হরণ, করলে আমায় অন্তরীপ।
সাধন ভজন পূজন আমার; রইবো সে তল জীবন ভর
প্রহর কাল যুগ যুগেতে-ভাসবো না সই বিপ্রতীপ।......(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।


প্রেমের লেখা,"সন্তরণ-দ্বিতীয় পর্ব"


বইছে বাতাস তীব্র আজি; হৃদয় সে তার নীলাকাশে
বাইছে লহু তির তির তির, তন মন-প্রাণ তোমার আশে।
সুপ্ত লহু ফুটছে সে তল; বিস্ফোটের ঐ প্রাক সে পল
আজ ধরণী উতল আজি সুঘ্রাণ তোমার সু সেই বাসে।


ব্যাপ্ত আজি তোমার ছায়া কেশরাজি ঐ গগন তল
দীপ্তি তার ওই জ্বালছে ফাগুন পশম তার ঐ কুসুম দল।
ফাগুনের ওই লাল আগুনে সাজিয়ে সে দ্বীপ প্রেমের ডালি
ডাকছি সখী আয় না ত্বরা-নাই রে স্খলন নাইকো খল।


রূপ সুধা তার বিভায় যে আজ, আজ ধরণী উতল তল
হৃদ সাগরে উঠলো তুফান ফুটলো কলি প্রেমের দল।
হারিয়ে গেছে মন যে আমার পশম তার ঐ অন্তরালে
ভাব সাগরে আজ যে বাহার প্রেম ধারা তার বানের ঢল।


রূপের রানী তোমায় চিনি আজ হতে ঐ যুগের পর
বাঁধন তোমার আমার দ্বারে সাধতে পরাণ গড়তে ঘর।
অদ্য বেভুল ভ্রান্তি বিলাস; দূর সে অতি, কী অভিলাষ!
বাঁধ ভাঙা ওই আকুল সাগর; রইছো দূরে আমার দ্বার।......(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।
(গতকাল থেকে জ্বর, বুকে ইন্ফেকশন আর সারা শরীরে শূল বেদনা, আজ হয়তো অনেকের লেখাতেই যেতে পারবোনা, ক্ষমা প্রার্থনীয়।)