Sanjay Karmakar
15 hrs  ·
"সন্তরণ"
.
বৃষ্টিস্নাত সৌর কিরণ; মালায় তাহার সাতটি রঙ
মেঘের দেশে পেলাম তোমায় তোমার ঝিলেই সন্তরণ।
ভাব সাগরে ঝরলো মোতি; দেখছি তোমায় অপলক
স্নিগ্ধ তোমার রূপের পূজন, প্রাসাদ প্রেমের গড়বো পণ।


হারিয়ে গেছে মন যে আমার; জলদ তার ঐ বারির বানে
ফল্গু সে তার ধারায় তাহার, আসবে কী আজ আমার প্রাণে!
সাধবো তোমায় বল্গা বিহীন-পাল তোলা ঐ প্রেমের তরী
বাঁধবো তোমায় ভালোবাসায়- তোমার সে দেশ আগমনে।


কেশ কপালী ও রুপালী, ভাঙলো গিরি তোমার খাতে
বইতে তোমার স্রোতের ধারায় আজ হতে রোজ দিনে রাতে।
সুধার সে তল সাধবো জীবন; তরঙ্গেতে মনটি মাতি
বাদল সে আজ ঢাকবে সূরজ-তোমার আমার মুলাকাতে।


অম্ল মধুর সুরটি তোমার বাঁধতে আমার হৃদয় দ্বীপ
করলে না হয় জীবন হরণ, করলে আমায় অন্তরীপ।
সাধন ভজন পূজন আমার; রইবো সে তল জীবন ভর
প্রহর কাল যুগ যুগেতে-ভাসবো না সই বিপ্রতীপ।......(চলবে)


লেখাটির বিশেষত্ব : লেখাটি যতদূর চলবে রুবাই স্তবকেই চলবে।