সেদিন রাতে হুতুম প্যাঁচা ঘুমের ঘোরে ডাকছিল
মন্দ তো নয় সেই শাসানী তার দুখানি
পাখ ছিল।
যেই না ধরা চুলের মুঠি রসের হাঁড়ির সলতে সেই
ধর মরিয়ে ভাঙলো সে ঘুম ভয়ের চোটে
হাঁক দেই।
হাঁক ডাকেতে জাগলো পাড়া পট্টি মলম আনলো সবে
আমি তো থ ভাবছি মনে এসব দিয়ে
কী হবে!
হবে কী আর হয়েই গেলো ডান্ডা দিয়ে ঘায়েল করে
হাত মুচকে পা মুচকে যে যার মত
সরে পরে।
হটাৎ কাকের শোরগোলেতে লাফিয়ে উঠি চৌকি ছেড়ে
শান্ত হলো মন যে আমার এসব সবই
স্বপ্ন বেড়ে।


"মালের কথা"


মালের কথায় পরলো মনে সূর্যি গেছে ঢলে
হলোই সময় এবার আসি দু চার গেলাস ঢেলে।
ভিজলে গলা হৃদয় খোলে
পদ্য গাথার দারুন দোলে,
স্বর্গ আসে হাতের মুঠোয়, তালটা ভালই খেলে।