ভাবনাগুলি মনের মাঝে-দোল তুলে সব নাচে
কল্পনাতেই স্বপ্ন লোকের প্রভাত সে সুর
রচে।
স্বর্গ যেমন রচতে ধরা পাখনা মিলে দেই
বুঁদ হয়ে সেই স্বপ্ন লোকের; পানেই চেয়ে
রই।।
মরম কাঁদে সর্বহারার দেশ লোকেতে চেয়ে
পারবো কী ধন ওদের নিয়ে, উঠতে সোপান
বেয়ে!
আস্তাকুঁড়ের খাদ্য কণায় কিংবা আবর্জনা
সুর যেখানে ব্যাঘাত ঘটায় ব্যথার বানেই
বোনা।
বিঁধলে বুকে সেই সে তীরের গরল হলাহল
যেথায় কাঁদে রাত ও দিনে সর্বহারার
দল।
দাও না ঠাকুর কুবের সে ধন দাও না পাহাড় সম
রাখতে ওদের আমার বুকেই;
স্বপ্ন যে আশ
মম।