আমার লেখা ষষ্টদশে উত্তরে উত্তরে কবিতায় প্রিয়কবি সোমালীনিরঝরা (মৃনালিনী) মহাশয়ার মন্তব্যে উত্তরে কমেন্ট বক্সে আজ লেখা কবিতা।


।                         হাতের মোয়া


        কু ঝিক ঝিক রেলের গাড়ি-গিয়েছিলেম দিদির বাড়ি-
              দিদি সে তো নাই-শিলং পাহাড় ঘুরতে গেছে-
                           পাড়ার সবাই।


           কাজের কাজ ঘোড়ার ডিম-যাওয়া আসাই সার-
                    মাঝখানেতে আসরটার হোল-
                             বরবাদ-


             লিখতে হবে অনেক ছড়া-গল্প অনেক গাঁথা-
                  উত্তরেতে রাত বারোটার সেই যে-
                            গল্পকথা।


             হুরুম দারুম তাই কি হয়- কবিতারি ছোঁয়া-
              তোমরা বল- হয় কি ভাই-একি হাতের-
                             মোয়া।


              তাই মনটা-খুব ভাল নেই-ক্লান্ত শরীর দেহ-
                    ভাবছি আজ খান্তি দিব-
                          উত্তরের মোহ।


          মন বলে ভাই-খান্তি কামাই-করবো না বরদাস্ত-
                 নাছোরবান্দা কয় সে জোরে-লেখো-
                            জরবদস্ত।


         কি করি ভাই তোমরা বল-মানুষ তো ভাই আমি
                  একটু বুঝাও মনকে আমার-
                          থামাও পাগলামী।


প্রিয়কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী)মহাশয়ার লেখা "সেদিনও কি বলবে তুমি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                           পাগলপারা


        পাগলপারা মন যে আমার-শুধুই তোমায় ভালবাসে-
                 যাক না ধরা রসাতলে-ধন দৌলত-
                           যাক না ভেসে।


        তোমায় নিয়ে কাব্য আমার-তুমিই আমার নিত্য প্রাণ-
                   তোমার বীণে মন যে হারাই-
                      দিবানীশি সারাক্ষন।


           হোক না ক্ষতি অজুত নিযুন-লক্ষ কোটি কোটি
                   তবুও পলে হিলবে না মন-
                         ভালবাসার খুঁটি।


           তোমায় নিয়ে গড়বো ভূবন-লক্ষ তারার আলো-
                 জ্যোছনা আলোক মিলবে তুমি-
                     বাসবো আমি ভাল।


          সেই আলোকে প্রাণটি মিলে-গড়বো সুখের গড়-
                   ঝড় ঝঞ্ঝা বজ্র তুফান-
                        তুচ্ছ জীবনভর।


           সেই দরিয়ায় সুখের বারি-প্রাণটি অফুরান-
                 দুই জনাতে গড়বো মোরা-
                      স্বর্গের ই উদ্যান।


আমার লেখা ষষ্টদশে উত্তরে উত্তরে কবিতায় প্রিয়কবি পারমিতা৫৮(অনুরাধা) মহাশয়ার মন্তব্যে উত্তরে আজ কমেন্ট বক্সে লেখা কবিতা।
তার কমেন্ট ছিল এরকম "কত কথা আপনার কলমে আছে জানতে ইচ্ছে করে" আর আমার উত্তর-


                         গল্পকথা


         অনেক কথা অনেক গাঁথা-দিকবিদিকে দেখা-
                 নির্বিকারে নির্ঝরেতে-বারন নেইকো-
                           লেখা।


           ওই তো সেদিন রামুর বউ-গলায় দিল দড়ি-
                দৌড়ে গেলাম শুনতে পেলাম-
                       বদমাইস শ্বাশুরি।


           বছর গেলো পণের টাকা-দেয় নি যে ওর বাপ-
                    অঘোরেতে প্রাণটা গেল-
                        গলায় অভীশাপ।


            রিনার কাকা সেইদিনেতে-হটাৎ হোল গুম-
                     থানা পুলিশ সালিস হোল-
                        গুম নয়কো খুন।


             পরকিয়া প্রেমের ফাঁদে রিনার মা'রি কাজ-
                  দেশমানেতে হচ্ছে কতোই
                      নেইকো শরম লাজ।


              নির্ভয়াতে দেশ ভরেছে-কান্না সদাই বয়-
                    বাস ট্রামেতে রেলগাড়িতে-
                        কারনা বুকে ভয়?


                 দিনদুপুরে নিত্যবেলা হচ্ছে পুকুর চুরি-
                    সাহেব পুলিশ চক্ষুমুদে-
                       নির্দোষীকে চালায়-
                               ছড়ি-


            রাম শ্যাম ওই গুন্ডাগুলি-বুক ফুলিলে চলে-
                     রাজনীতি ই ঝান্ডা ধরে-
                         দেশের কথা বলে।


          এরপর ও কি বলবে কিছু-কলম কোথায় পায়-
                     লক্ষ হাজার লিখলে পরেও-
                          শেষ হবেনা তায়।


প্রিয়কবি সঞ্চায়িতা রায় মহাশয়া "যদি পেতাম" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা


                             পেতাম যদি


                এমন একটি পেতাম যদি মন খুজে-
                     যে বেদনার শতেক ব্যথার-
                             দুঃখ বোঝে-


          নয়নতারায় অশ্রুগরল মন নিবারন মধুর বোলে-
               গাইত সে গান ভালবাসার সুর লহরি-
                             মনটি খুলে-


       শীরায় শীরায় নিখাদ প্রেমের সেই মদীরার গল্প বুনে-
              রাঙ্গিয়ে দিত মনের আকাশ-ফাগুন রং এর-
                            লাল আগুনে।


          সেই লালীতে হারিয়ে যেতাম-স্বপ্নমধুর রংমহলে-
                 স্বর্গদোরের ওই কাননে-পারিজাতের-
                              নন্দবনে।


              এমন একটি পেতাম যদি মন খুজে-
               দুঃখ ব্যথা অনেক দুরে-ওষ্টদুয়ার-
                     কান্না যেত মুখ বুজে-


      খুশীর তুফান ঝঞ্ঝাঝড়ে-পাল তুলে ওই লাল সাগরে-
             বিন্নিসুতোর সেই খাজানায়-পাল তুলে ওই-
                            দুর সাগরে।-


                      দিতেম সাগর পাড়ি।


প্রিয়কবি মোনায়েম সাহিত্য মহাশয়ের "গুনের কবি নির্মলেন্দু গুণ" কবিতাতে কবি নির্মলেন্দু গুনের ৭৩ তম জন্মদিনে কমেন্ট বক্সে লেখা কবিতা।


                          শ্রদ্ধাঞ্জলী


          কবিতার কাননেতে পারিজাত ফুল তুমি-
                 তোমারি ছোয়াতে পূণ্য লভিতে-
                       ধন্য কবিতা ভুমি।


             একতারা ভৈরবে তব সুর তাল রাগে-
              পবিত্র মেদিনী-দিকে দিকে কলরবে-
                      দিবাকর শোভা তুমি।


            ঝঙ্কারে বাণী তুলি-বেদনার ছবি আঁকো-
                 প্রেম সুখ ভালবাসা-হৃদয়েতে-
                           সদা মাখো।


             বিদ্রোহে লহুঝরা-শত কথা বাণী লিখে-
                ঘূণধরা সমাজের-শতকথা ছবি-
                             এঁকে-


          কাব্যের ই আঙ্গিনাতে সদা উজ্জ্বল তারা তুমি-
                 পবিত্র এ শুভদিনে-জোরকরে
                          কবি আমি-


                      শত সহস্র প্রনাম।