Sanjay Karmakar
tct02gS219 7f2ihsrgsedch  ·
"সত্তা"


চক্রাকারে ঘুরতে থাকে সেই আকাঙ্ক্ষা
অতল গভীরে শায়িত শীতল অনুভূতির তপ্ত শিহরণে
আবর্তিত হতে থাকে অহরহ।
নিশীথ রাতের নিষিদ্ধ পুরীর উপাখ্যানের
সজীব তরুদলে আকাশ কুসুম স্বপ্নের-
সরু ফটক দ্বারে দলিত মথিত হয় নীরবে।
চাঁদের টিমটিমে আলোয় সে আলেয়ার উজ্জ্বল রশ্মি
ঢাকা পরে বিজন কাননে।
উরুসন্ধির যুগ্ম প্রয়াসে ডুকরে কেঁদে উঠে কখনো বা।
প্রহেলিকার অন্তকালীন প্রসবে সে উত্থান পর্বের ইতিহাস
ঢেকে যায় কলঙ্ক কালিমায়।
সাগরের ব্যর্থ গর্জন ফিরে ফিরে আছড়ে পড়ে
বেলাভূমির বালুকারাশির হৃদয় গর্ভে।
বেদনায় বিলীন  হয় সত্তা।