“সত্য ছিলাম আমি”


কত শত কিলোলিটার দুধ নষ্ট হয় শিব লিঙ্গ পূজায়
ভাবি এত পরিমান দুধে কত শত পথ শিশুর বেশ কয়েক দিনের পুষ্টিকর আহার হতে পারতো।
প্লিজ আমাকে ধর্মদ্রোহী বলে ফাঁসিতে লটকান আপনারা
যেমন কোপারনিকাস কে মেরেছিল বিশুদ্ধ ধর্মারোহীরা
তবে জেনে রাখবেন সত্য
ছিলাম আমি।


"বসন্তের গান, গীতিকাব্য"


মাতিলো পরাণ আজিকে শোভিত; ফুলে ফুলে দলে দলে
কোথা হে মালতি এসো গো হৃদয়ে
তরঙ্গে দুলে দুলে।
উদিত রবির কিরণো বারিতে সুধা জড়া আহ্বান
নীলিমায় নীল গগনো প্রাসাদে
বর্ণচ্ছটার গান।
দিকে দিকে রব হরিত শাখেতে ফুটেছে অমল কলি
কুঞ্জ বিতানে মাধবি লতায় ফুলে ফুলে
দলাদলি।
কৃষ্ণ চূড়ার অঙ্গ বরণ ফুলে ফুলে লাল লাল
এসো গো মালতি ঝুম ঝুম পায়
সোহাগে ভরাবো গাল।
এলো রে এলো রে , এলো রে দ্বারেতে বসন্তের ঐ লালি
এসো গো এসো গো, এসো গো মালতি
প্রেমের দোলাতে দুলি।
প্রেমের বায়েতে ডুবিছে পরাণ পাখী ডাকে সুরে সুরে
অস্ত রাগেতে আজিকে মালতি
থেক নাকো বহুদূরে। বহুদূরে।
বহুদূরে।


প্রতিবাদী লেখা,“ভালোবাসার দান”


শেষটা ভালো হলেই বাঁচি
দেখছি তো দা খোলাম কুঁচি, দেশটা বেঁচে খেলো;
এবার খোলস খুলেই দাদা
আমার সাথে চলো।
এই কি সাধের বাংলা মোদের ভ্রষ্টাচারের রাজ
এসব দেখে বলোই দাদা কপাল না হয় ভাজ;
ভুলতে চলি সাধের বুলি সজ্ঞানতার জ্ঞান
সালাম রফিক জব্বারের ঐ
ভালোবাসার দান!


আধ্যাত্মিক লেখা, "বাসি"


একদিন যেতে হবে গয়া কাশি! জরা কালে
যেদিন ডাক দেবে না কেউ অন্তরে
প্রকারান্তরে যেমন
বাসি!