"সৃষ্টি"


অনেক তো হলো এবার দুয়ার খোল সুমতি তোমার হোক
করোনার কাল হেলায় সরায়ে নব প্রত্যূষ আজ হোক।
সে প্রভায় জ্বালিতে প্রাণেতে প্রেমেরো প্রদীপ দান
গ্লানি সে অতীত ভুলায়ে সকলে ধন্য করো
হে প্রাণ।


নহি ম্লান তব সান; নতশিরে আজি প্রণতি তোমার ই গাহি
সৃষ্টি তোমার ই ধবলো শিরাতে চলিবারে আজি চাহি।
ভ্রষ্ট দিশাতে অলীক নেশাতে নষ্ট সে নদ গড়ি
হরিয়াছি তপো, বন সে শ্যামল; বিনাস
করিতে ভূমি।


রন্ধে রন্ধে করালো কালোতে বন্দে প্রলয়ো তাল
জানকি জান কি! কভু কি ভেবেছি বিধানে করোনা কাল!
দগ্ধ পরান গাহিতে সে গান; সৃষ্টি, পূজনে তোমার আজি
তোমার ই কোলেতে স্থান দিও মাতে;
মহোহরা রূপে
সাজি।


(সৃষ্টি-প্রকৃতি)