"সুরের আলাপন"


ও পাখি কৃষ্ণ কলি, কেন তুই, কেন তুই আবার এলি
মিষ্টি মধুর সুরে। ওরে ও পাখি, ও পাখি তুই;
বিদেশ বিভূঁই এলাম আমি ঘুরে।
ও পাখি কৃষ্ণ কলি, কেন তুই, কেন তুই আবার এলি,
মিষ্টি মধুর সুরে।
রুক্ষ সে পথ কান্না হাসির সুখ আর দুখের দোলে
ভাসতে পরাণ স্বপ্ন সুখে ঊষার আলোক তলে;
ব্যথায় নদেয় অশান্তিরই ঝঞ্ঝা তুফান তল
হারিয়ে দিশা ক্ষর বায়েতে বাইতে
নারি হাল।
স্বজন কূজন গাইলো কতই সুখের ভরা গাঙে
গেলই ভেসে তুফান যখন পড়লো মাথায় ভেঙে।
পড়লো মাথায় ভেঙে।
ভ্রান্তি বিলাস নাই অভিলাষ নাই রে প্রেমের ছোঁয়া
এলাম ফিরে দুখের নীড়ে মাগতে রে তায় দোয়া।
মাগতে রে তায় দোয়া।
দুখের নীড়ে সজল আঁখি নীরব আলাপন
ব্যথার সাগর হৃদয় দ্বারে হলাহলের
বান।
শীতল সে বায় মজ্জা তলে দুখেয় ধরা আঁখি, ও পাখি, ও পাখি;
ও পাখি কৃষ্ণ কলি, কেন তুই, কেন তুই আবার এলি,
মিষ্টি মধুর সুরে। ওরে ও পাখি, ও পাখি তুই;
বিদেশ বিভূঁই এলাম আমি ঘুরে।
ও পাখি কৃষ্ণ কলি, কেন তুই, কেন তুই আবার এলি,
মিষ্টি মধুর সুরে।