বহু রক্তের বিনিময়ে স্বাধীনতা; ছিনিয়ে নিতেই প্রাণ
জড়িয়ে গাথা স্বপ্ন সম, লক্ষ শহীদ জন।
হৃদ মাঝারে রাখতে তাদের
স্বাধীনতা অনেক সাধের;
সম্ভ্রমেতে বইতে রবো, তাদের কৃপার দান।


পাক সেনার ঐ রোষের অনল, অহং বোধের হুঙ্কারেতে
হার না মানা জাত বাঙালি; জীবন দিল আসন পেতে,
ধন্য মায়ের বীর সে জাতি
করল লড়াই দিবস রাতি,
ছিনিয়ে নিতেই স্বাধীনতা, লাল সবুজের নিশান মেতে।


আজ বাংলার কোণায় কোণায়, হিংসা দ্বেষের গরল বয়
নিগূঢ় থাবা ভ্রষ্টাচারের; জীবন হেথায় জ্বলতে রয়,
মা বোনেরা কাঁদছে পথে
বাস ট্রেনেতে লাঞ্ছনাতে,
দিন কীবা রাত হচ্ছে সদা, স্বাধীনতার দারুন ক্ষয়।


এই কী মুজিব কতকথা! হুঙ্কারে যার উঠলো মাথা
উচ্চ শিরে জয় মা বলে, রুধির ধারায় লিখতে গাথা,
আজকে দিলাম ডাক সে আবার
মারতে তাদের করতে সাবাড়,
গড়তে সাধের বাংলা আমার, রইলো সে পণ রাষ্ট্র পিতা।


(কাজের প্রয়োজনে বাহির শহর আলিপুরে রয়েছি। অল্প কিছুক্ষণের জন্য আসতে পারলাম। এসেই আগের লেখাটিকে পূর্ণাঙ্গ কবিতার রূপ দিলাম। যেদিন থেকে আসরে সময় দিতে পারব সে দিন থেকে আবার চালু হবে মুক্ত বিহঙ্গ)