Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Rising Star  · JtSpuoenegS 20 neioats sgiomhS11rm:noru2n8egd nAM  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
"স্বপ্ন ভুবন"


বটের ছায়ের বকুল তুমি হৃদ আকাশের আলো
জনম জনম সাধবো তোমায়; বাসবো তোমায় ভালো।
তোমার বীণার মধুর বীণে লাবণ্যের ওই সুর
আকাশ ভেঙে পরবে মাথে; গেলেই
নয়ন দূর।


তপ্ত যেথায় অগ্নিবলয় চক্রব্যূহে প্রাণ
মখমলে ওই চাদর দিও গাইতে প্রেমের গান।
রাত আকাশে তারায় তারায় নিঝুম যখন পল
স্নেহের পরশ জড়িয়ে লতায়; সুখের
দিও দোল।


শ্রান্ত হৃদয় ক্লান্ত কায়ে হারাই যদি পথ
কপোল বহে অশ্রু ধারা ভগ্ন মনোরথ;
লহর যদি উঠলো গাঙে ভাঙলো হটাত কূল
প্রশান্তির ওই দিব্য ছায়ে; ধরিয়ে
দিও ভুল।


রতন না হয় নাই বা পেলে ছাই এর গাদায় খুঁজে
ভস্ম না হয় মাখলে বদন প্রভাত কি বা সাঁজে;
তিমির না হয় হলোই রাতি ব্যাপ্ত দিবস মান
প্রেমের সাগর ডুবিয়ে সখী; ভাঙবো
তোমার মান।


তোমার আমি আমার তুমি কূজন রবো মেতে
স্বপ্ন ভুবন গড়বো সখী; দাও না
হাত হাতে।