Sanjay Karmakar
MarccS5h1 o27 alchlft 2ns7lg:0o2e PM  ·
"কানুর বাঁশি"


প্রেমের সাগর তুফান বুকে কানুয় বাজায় বাঁশি
ঝড় আর জলে তুমুল দোলে শক্ত ধরি রশি।
পাল ছিঁড়ে নাও দিক বিদিকে
স্বপ্ন তার ওই ঝলক বুকে,
চলকে চলে স্থল আর জলে; কোমর বেঁধে কশি।


Sanjay Karmakar
MarccS5h1 o27 alchlft 1ns7lg:4o8e PM  ·
"ঝুমা অনুপমা"


ঝুমা অনুপমা, কোন দেশে বাস তার!!
তার মত ধন এই জগতে খুঁজলে মেলা ভার।
দেখছি তারে মানস চোখে বন্ধ আঁখির প'র
ঝুমা অনুপমা, কোন দেশে বাস তার!!
ঊর্বশির ওই দেশের মাটি দ্বারকার ঐ দ্বার
সুর সাগরে ভাসতে চলি প্রেমের মণি হার।
ঝুমা অনুপমা, কোন দেশে বাস তার!!
তার মত ধন এই জগতে খুঁজলে মেলা ভার।


Sanjay Karmakar
MSar5mtnc4h 2s7 atlf 11618l:48i Ad6M0  ·
"হাই মারো টান হেঁইয়ো"


হাই মারো টান হেঁইয়ো সুর দিয়ে দা গাইয়ো
তাল মিলে, মাপ কোরো দাদা; সুই আর সুতা লইয়ো।
মরণ এলে মাল্য দানে
গাথবো গাথা সুই এর টানে
লাগলে ব্যথা খানিক যদি, মুখ বুঁজে তা সইয়ো।


Sanjay Karmakar
tSMpoaarhchu 27 fatiulo9mr 5e11:41 0fdA1M  ·
"স্বর্গরথ"


স্বর্গরথে উঠতে দাদা
আইন ভীষণ কড়া
কবির এলাও নাই গো সেথা
যাদের থাকে দাঁড়া।


দাঁড়ান দাদা ফোড়ন মারি
পেঁয়াজ এবং তেলে
ফাঁদ পেতে দি ধরতে সে রথ
ধরে আনুন জেলে।


জেলের ফাঁদে লটকে গেলে
আপনি উঠেন আগে
আমি না হয় দুদিন আরো
কাটাই প্রেমের বাগে।


(বিশেষ কারণে সাংঘাতিক টেনশনে আছি তাই কারো লেখাতেই যেতে পারছি না। সন্ধ্যার পর চেষ্টা করবো)