Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JtgSpSueusotdn ncolsSoredwo  ·
যুগল বিদ্রোহী মানবতাবাদী লেখা, "টাই টাই ফিস"
.
"শহীদ উদ্দীন আহমেদ" :-
.
রাতভর নিদ নাহি আসে আঁখি পাতে ,
জেগে থাকি একা আমি তারা ভরা রাতে;
উদ্বেগ শঙ্কায় কাপে হিয়া থর থর ,
ভাইরাস করোনায় প্রাণ মর মর ।
প্রিয়জন যখনই দূরে সরে যায় ,
জীবনে সব আশা মিথ্যে হয়ে যায় ;
যা কিছু ছিল জমানো প্রেম ভালবাসা ,
হারিয়ে ফেলে দেখছি সবই দুরাশা ।
কোভিড উনিশ নামে কাঁপছে ধরণী ,
সদ্য আসা ভ্যাকসিনে ভয়তো কাটেনি ;
ইউরোপ আমেরিকা দাপিয়ে বেড়ায় ,
মৃত্যুর বিভীষিকায় দুনিয়া কাঁপায় ।
কষ্ট তারই হয় যে স্বজন হারায় ,
মৃত্যুর প্রহর গুনে রাত কেটে যায় ।
.
"সঞ্জয় কর্মকার" :-
.
কি জে হয় কি যে হয় মনে ভয় ভরি ভরি
মুখোসেতে মুখ ঢেকে তারে ডাকি হরি হরি।
আগে তাও মজা ছিল টিন আর গামলাতে
মোমবাতি লোমবাতি তার ঠেলা সামলাতে।
আজি দিনে তাও গেছে কচুকাটা হনু তার
বড় বড় বাতেলাতে শেষ সব ই ভনিতার।
.
"আগে বাঢ় চাঁদে যাই কিবা চলো মঙ্গলে
চাষি দাম পেলো কিনা পাবে গতি মন দিলে।
দেশ খানি সোনা ফলে তাকে তাকে আছে ভব
টেন্ডার ডেকে দিলে গিলে নিবে তারি সব।
কেনা বেচা দেশ হলি মন্দ কি হয় বাপ
ক্রন্দনে কেন মাতো! পিছে ছোটো কাল সাপ।
টাই টাই ফিস দিছি হাতি ঘোড়া কালা ধন
লাখ লাখ দিব কহে দিছি ধরা কলা খান।
.
ওরে মলি কই গ্যালি ঝান্ডাটা ধর উঁচা
ছুরি চাকু পিস্তলে আয় ওরে নাড়ু পঁচা।
আয় দিন ভুলে গেছে বো......দা জনগণ
ভুলে গ্যাছে সবই ওরা, খাদ্যের দিছি রণ।"