তাক ধিনা ধিন, তাধিন ধিন
বাজছে শ্রাবণ বীণ,
টাপুর টুপুর ধারায় তার ই
অনেক মোদের
ঋণ।


ধন ধান্যে রইতে মোরা
সবুজ মনোহরা;
খাদ্য যোগান শ্বাস বায়ু দান
তার ঐ গড়া
ধরা।


তার বিনেতে জীবন কোথা!
বলতে পারো সাথী;
বৃক্ষ লতা সবুজ শ্যামল, মানুষ
মহারথী।