Sanjay Karmakar
  · 11m  ·


কী অইচে বন্ধু তুমার আগুন কেনেই প্রাণে
বউ কী পলান দিলই নাকি বাপের বাড়ির পানে।
কইতাসিলাম বাঁকেই জুদি হাতুর দিবা বাড়ি
কাইন্দে কিসুই অইবো কী আর লম্বা আড়াআড়ি!!
শুনলে কী আর শলাই আমার! কান দিলে না পেতে
প্রেমের নায়ে তিড়িং বিড়িং নাচন দিলা ক্ষেতে।
যাউক যাহা অইচে হুলায়-হুদায় গো যাও ভুলে
কাটা তারের ফোকর গলে আসছি তুমার কূলে।


তালি কই তালে মিলে


যোগে ভাগে মিলে গেলি সোপানটা শুদ্ধ
কয়েছিল দাদাভাই আর যোগী বুদ্ধ।
তানা-হলি কানা গলি কানি কানি বগিলাই
ভুষি খেয়ে দিন কাটি দিশেহারা কুলটাই।
তবু জুদি ফাঁদ হতি বেড়োতেই চাওগো
মুখ বুঁজি সতি হবে-চুপচাপ রওগো।
বিধি ভাম হলি পরি নরকের বাস
চিপা খেয়ে জীবনটা করে হাঁসফাঁস।


(বিঃদ্রঃ প্রিয় কবি শ.ম. শহীদ সৌজন্যে)