শান্তির তপোবন ছায়া ঘেরা নীড়
চিক চিক বালুরাশি অজয়ের তীর।
প্রেম প্রীতি বন্ধনে স্বর্গ সে ধাম
প্রশান্তি লাবণ্যে সেরা মোর গ্রাম।


বলাকার বৈভবে হাসি খুশি মোরা
ভালোবাসা প্রেম দিয়ে গ্রাম মোর গড়া।
মাধুর্য রাশি রাশি আলো ধূপ ছায়ে
স্নিগ্ধ সে বায়ু বহে আমাদের গাঁয়ে।


শিশু কচি কিশলয়ে উছলেতে প্রাণ
ঊষাকালে আলো প্রভা হিরকের গান।
সাঁজ ধরা শশিকলা চারুকলা ঘরে
দূরে রই দুখ বড় হৃদয়ের দ্বারে।


অনুতাপ


স্মৃতির সরণি ধেয়ে বেয়ে বেয়ে অবশেষে
কত সুখ কত দুখ ঝরে মন মদিরাতে;
কত গান কত প্রাণ
মান আর অভিমান;
কত আশা কত ব্যথা নীরবেতে কাঁদে রাতে।


আশা আর নিরাশাতে ভেজা ভেজা কুয়াসাতে
বয়ে চলে আনমনে নিশি রাতে কূহকেতে।
পেরেছি কি দাম দিতে
পিতা মাতা সুহৃদেতে,
মূচ্ছিত হয় হিয়া অশনিত চাবুকেতে।


ভালোবাসা


ভালোবাসা এক আশা বন্ধনের ইতিবৃত্ত
যে জন দুয়ারে তার ই; বাকিটা
রোদন সত্য।