ধীর হ, ধীর হ! অধীর কেনে,
লুপ্ত ধনের খোঁজে;
কানা খোঁড়া অন্ধ না আম
চক্ষু তবু বোজে।


বুজ বুজানি ছাতির দমে
বল পাবি নে মোটে;
কলম ছুঁড়ে ঘা দিয়ে যা
কলমি শাকের ঠোঁটে।


কলম আর কলমি যবে
শক্ত হবে বীর;
তখন না হয় ছুঁড়িস বাপু
হাজার খানিক তীর।


মানবতাবাদী লেখা, "টিচ"


জাত বেজাতের জট জালেতে জ্যান্ত মানুষ দেয় যে খিচ
পিচাশ থেকেও অধম যে হয়; খোকলা ওদের নলেজ টিচ।
রাম রহিমে যুদ্ধ বাধায়
খেলতে চলে পানায় কাদায়,
দেশ হতে দেশ দেশান্তরে; ডাইনে বামে উপর নিচ।